Current Affairs of the Day: 18 September 2019
1. “মুখ্যমন্ত্রী সেবা সংকল্প হেল্পলাইন 1100”- লঞ্চ করলো কোন রাজ্য ?
(A)অরুণাচল প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
(B) হিমাচল প্রদেশ
2. কোন দেশ সম্প্রতি” Lotus Tower” – উদ্বোধন করলেন?
(A) ভারত
(B) চীন
(C) বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা
3. সম্প্রতি ” Best ATP Ranking” – ভারতের প্রখ্যাত টেনিস তারকা সুমিত নাগালের স্থান কত?
(A) 152
(B) 66
(C) 159
(D) 169
4. প্রথম কুস্তি বিদ হিসেবে টোকিও অলিম্পিকে অংশ গ্রহণের যোগ্যতা অর্জন করলো কে?
(A) বজরং পুনিয়া
(B) বিদ্যা কাকরণ
(C) ভিনেস ফোগার্ট
(D) দীনেশ আর্য
5. সম্প্রতি ডাক বিভাগ মোট কয়টি দেশে “স্পীড পোস্ট” পরিষেবা”-চালু করলো?
(A) 4 টি দেশে
(B) 5 টি দেশে
(C) 6 টি দেশে
(D) 7 টি দেশে
6. সম্প্রতি ” Department of the Telecommunications “- কোন রাজ্যে একটি পোর্টাল লঞ্চ করলো চুরি যাওয়া মোবাইল খোঁজার জন্য?
(A) মহারাষ্ট্র
(B) পাঞ্জাব
(C) বিহার
(D) পশ্চিমবঙ্গ
(A) মহারাষ্ট্র
7. কোন রাজ্য সম্প্রতি অঙ্গনারী সেন্টার গুলোতে 16-21 সেপ্টেম্বর পর্যন্ত “শিশু সপ্তাহ”- পালন করছে?
(B) বিহার
(B) ঝাড়খণ্ড
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
8. সম্প্রতি কোন রাজ্য মালদ্বীপের সাথে “MoU” চুক্তি স্বাক্ষর করলো আরও উন্নত মানের ক্যান্সার চিকিৎসার জন্য?
(A) ছত্রিশগড়
(B) কেরালা
(C) উত্তরাখণ্ড
(D) পন্ডিচেরী
9. সম্প্রতি কোথায় “Indian Council of Cultural Relations 5 th International Ramayan Festival”- অনুষ্ঠিত হল?
(A) আমেদাবাদে
(B) নাসিকে
(C) নিউ দিল্লিতে
(D) ভুবেনস্বরে
10. সম্প্রতি কোথায় ভারতে প্রথম “Antimicrobial Hub”- কোথায় খোলা হলো?
(A) সিকিমে
(B) তামিলনাডুতে
(C) মুঙ্গেরে
(D) কলকাতায়