Current Affairs of the Day: 17 September 2019

1. “Rai Sports University”-এর Chairman কে হলেন?
(A) শচীন টেন্ডুলকার
(B) সৌরভ গঙ্গোপাধ্যায়
(C) কপিলদেব
(D) রাহুল দ্রাবিড়

Ans-(C) কপিলদেব (এই Rai Sports University অবস্থিত হরিয়ানার সোনপথে)
(Kapil Dev was the captain of India’s 1983 cricket World Cup-winning team. Chief Minister of Haryana: Manohar Lal Khattar এন্ড Governor: Satyadev Narayan Arya)।

2. England and Wales Cricket Board’s Cricket Committee”- এর Chairman কে হলেন?
(A) এন্ড্রু ফিলিনটফ
(B) এন্ড্রু ট্রস
(C) নাসির হোসেন
(D) ড্যারেন গফ
Ans-(B) এন্ড্রু ট্রস ( ইনি ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন) ইনি কিছুদিন আগে “Knighthood” উপাধিতে ভূষিত হয়েছেন)।

3. ভারত এবং থাইল্যান্ডের” Joint Military Exercise Maitree 2019″- কোথায় অনুষ্ঠিত হলো?
(A) মনিপুরে
(B) মেঘালয়তে
(C) পন্ডিচেরীতে
(D) হংকং এ
(B) মেঘালয়তে
Ans-(India Thailand are all set to organize “Joint Military Exercise MAITREE 2019” at Foreign Training Node, Umroi (Meghalaya) From 16-29 September 2019) .Chief of the Army Staff- Bilin Rawat(India)।

4. “Southeast Asia’s Largest Solar power Farm”- কোথায় গড়ে উঠলো?
(A) জাপানে
(B) নেপালে
(C) ভুটানে
(D) ভিয়েতনামে
Ans-(D) ভিয়েতনামে
(Vietnam has inaugurated Southeast Asia’s Largest solar power Farm which has the capacity to produce 688 million kWh electricity annually. President of Vietnam : Nguyen Phu Trong.
Capital of Vietnam : Hanoi
Currency : Vietnamese dong)।

5. বিশ্বের প্রথম কোন মহিলা ক্রিকেটার T-20 ও ODI ক্রিকেটে হ্যাট্রিক করলেন?
(A) এলেস প্রীতি
(B) মেগান স্কার্ট
(C) ঝুলন গোস্বামী
(D) হেরী বাট
Ans-(B) মেগান স্কার্ট (ইনি হলেন অস্ট্রোলিয়ান ফাস্ট বোলার)।

6. সম্প্রতি কাকে “Rayal Stag” এর ব্র্যান্ড আম্বাসেডার করা হলো?
(A) রণবীর কাপুরকে
(B) হেমা দাসকে
(C) প্রিয়াঙ্কা চোপড়াকে
(D) জশপ্রীত বুমরাহ
Ans-(D) জশপ্রীত বুমরাহকে

7. “Himvijoy”- নামের মিলিটারি অনুশীলন ভারত আর কোনদেশের মধ্যে হবে?
(A) চীন
(B) রাশিয়া
(C) ইসরাইলের এর মধ্যে
(D) ভুটান
Ans-(A) চীন (এর আগে “Hand to Hand” অনুশীলন হয়েছে চীনের সঙ্গে। শ্রীলঙ্কার সাথে হয়েছে Senelex। এবং ভারত আর থাইল্যান্ডের মধ্যে Maitree অনুশীলন)।

8.  ভারতীয় ক্রিকেট দল এখন থেকে কোন কোম্পানির লোগো “Sponsor Logo”- হিসাবে ব্যবহার করবে বলে ?
(A) PayTm
(B) Byju’s
(C) Google Play
(D) PhonePe
Ans-(B) Byju’s (Official Sponsor : Byju’s and Title Sponsor : PayTm)।

9. সম্প্রতি “United Nation কাকে “UNMHA”এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করলো?
(A) লেফটেন্যান্ট জেনারেল আকাশ কুমার
(B) লেফটেন্যান্ট বিশাল কুমার
(C) লেফটেন্যান্ট অভিজিৎ গুহা
(D) লেফটেন্যান্ট জেনারেল তন্ময় সেন
Ans-(C) লেফটেন্যান্ট অভিজিৎ গুহা।
UNMHA এর সম্পূর্ণ নাম হলো : United nations mission in support of the Hudaydah Agreement

10. সম্প্রতি Union Minister প্রকাশ জাভরেকর কতগুলি কমিউনিকেশন রেডিও স্টেশন খোলার কথা ঘোষণা করল?
(A) 118 টি
(B) 142 টি
(C) 181 টি
(D) 136 টি
Ans-(A) 118 টি (এর রেস থাকবে 10-15 কিলোমিটার। ভারতের প্রথম রেডিও স্টেশন হলো ইয়ার ইন্ডিয়া। এটি খোলা হয়েছিল 1932 সালে। এর হেড কোয়ার্টার নিউ দিল্লিতে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.