Current Affairs of the Day: 17 September 2019
1. “Rai Sports University”-এর Chairman কে হলেন?
(A) শচীন টেন্ডুলকার
(B) সৌরভ গঙ্গোপাধ্যায়
(C) কপিলদেব
(D) রাহুল দ্রাবিড়
2. England and Wales Cricket Board’s Cricket Committee”- এর Chairman কে হলেন?
(A) এন্ড্রু ফিলিনটফ
(B) এন্ড্রু ট্রস
(C) নাসির হোসেন
(D) ড্যারেন গফ
3. ভারত এবং থাইল্যান্ডের” Joint Military Exercise Maitree 2019″- কোথায় অনুষ্ঠিত হলো?
(A) মনিপুরে
(B) মেঘালয়তে
(C) পন্ডিচেরীতে
(D) হংকং এ
(B) মেঘালয়তে
4. “Southeast Asia’s Largest Solar power Farm”- কোথায় গড়ে উঠলো?
(A) জাপানে
(B) নেপালে
(C) ভুটানে
(D) ভিয়েতনামে
5. বিশ্বের প্রথম কোন মহিলা ক্রিকেটার T-20 ও ODI ক্রিকেটে হ্যাট্রিক করলেন?
(A) এলেস প্রীতি
(B) মেগান স্কার্ট
(C) ঝুলন গোস্বামী
(D) হেরী বাট
6. সম্প্রতি কাকে “Rayal Stag” এর ব্র্যান্ড আম্বাসেডার করা হলো?
(A) রণবীর কাপুরকে
(B) হেমা দাসকে
(C) প্রিয়াঙ্কা চোপড়াকে
(D) জশপ্রীত বুমরাহ
7. “Himvijoy”- নামের মিলিটারি অনুশীলন ভারত আর কোনদেশের মধ্যে হবে?
(A) চীন
(B) রাশিয়া
(C) ইসরাইলের এর মধ্যে
(D) ভুটান
8. ভারতীয় ক্রিকেট দল এখন থেকে কোন কোম্পানির লোগো “Sponsor Logo”- হিসাবে ব্যবহার করবে বলে ?
(A) PayTm
(B) Byju’s
(C) Google Play
(D) PhonePe
9. সম্প্রতি “United Nation কাকে “UNMHA”এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করলো?
(A) লেফটেন্যান্ট জেনারেল আকাশ কুমার
(B) লেফটেন্যান্ট বিশাল কুমার
(C) লেফটেন্যান্ট অভিজিৎ গুহা
(D) লেফটেন্যান্ট জেনারেল তন্ময় সেন
10. সম্প্রতি Union Minister প্রকাশ জাভরেকর কতগুলি কমিউনিকেশন রেডিও স্টেশন খোলার কথা ঘোষণা করল?
(A) 118 টি
(B) 142 টি
(C) 181 টি
(D) 136 টি
Pages: 1 2