Current Affairs of the Day: 12 October 2019
1. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস (World Mental health day) কবে পালন করা হয়?
(A) 3 April
(B) 10 October
(C) 12 October
(D) 29 September
2. Moody,s Investors Service ভারতের GDP বৃদ্ধির হার তাদের পূর্ব অনুমানের থেকে কমিয়ে ২০১৯-২০২০ সালের জন্য কত % নির্ধারণ করেছে?
(A) 6.1%
(B) 5.8%
(C) 6%
(D) 6.2%
3. নিচের কোন দেশ Sugary Drinks (চিনিযুক্ত পানীয়) এর উপর বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ করল?
(A) China
(B) France
(C) USA
(D) Singapur
4. নবম Regional Comprehensive Economic Partnership (RECP) 2019, আন্তর্জাতিক মন্ত্রী পর্যায়ের বৈঠক কোন দেশে অনুঠিত হচ্ছে?
(A) চীন
(B) সিঙ্গাপুর
(C) ব্রিটেন
(D) থাইল্যান্ড
5. সম্প্রতি ভারত সরকার ‘SUMAN’ Pahal নামক স্বাস্থ্য প্রকল্প চালু করেছে। SUMAN এর পুরো নাম কি?
(A) Surakshit Matritva Aashwasan
(B) Sashakti Matritva Aashwasan
(C) Sarkari Matritva Aashwasan
(D) Sugam Matrishakti Abhiyan
6. United Nations এর অন্তর্ভুক্ত কোন সংস্থাটি cryptocurrency তে লেনদেন শুরু করল?
(A) IMF
(B) WHO
(C) UNICEF
(D) কোনটিই নয়
7. ৩৮ তম India Carpet Expo এ বছর (অক্টোবর ২০১৯) কোথায় অনুষ্ঠিত হতে চলেছে?
(A) বারাণসী
(B) দিল্লী
(C) মুম্বই
(D) ইন্দোর
8. ভারতের প্রথম “Garbage Cafe” কোথায় চালু করা হল?
(A) অম্বিকাপুর
(B) সুরাট
(C) বডোদরা
(D) ভুপাল
9. ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন?
(A) Olga Tokarczuk
(B) Peter Handke
(C) Kazuo Ishiguro
(D) Bob Dylan
10. প্রতি বছর কোন দিনটি International Girl Child Day হিসেবে পালন করা হয়?
(A) 10 October
(B) 13 October
(C) 12 October
(D) 11 October
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1
Geography Gk Questions in Bengali | Basic General Knowledge |
Current Affairs January to June 2019 | History GK Questions in Bengali |