Current Affairs of The Day: 1 September 2019

11. সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের ঘোষণা অনুযায়ী ভারতের রাষ্ট্রায়ত্ব ব্যাংক গুলি মার্জ করার ফলে বর্তমানে ভারতে কতগুলি ব্যাংক হলো?
(A) 16 টি
(B) 13 টি
(C) 12 টি
(D) 27 টি

Ans- (C) 12 টি ( এর আগে ভারতের মোট ব্যাংক ছিল 27 টি)।

12. ” Special Tiger Force”- সম্প্রতি কোন অভয়ারণ্যর জন গড়ে তোলা হলো?
(A) জিমকরবেট
(B) সুন্দরবন
(C) মানস
(D) জলদাপাড়া
Ans- (A) জিমকরবেট অভয়ারণ্যে গড়ে তোলা হবে “Special Tiger Force”।(এই জিমকরবেট ভারতের প্রাচীনতম অভয়ারণ্য।এটি অবস্থিত উত্তরাখণ্ডে। Chief Minister of Uttarakhand: Trivendra Singh Rawat এবং Governor হলেন বেবি রানী মৌরিয়া(Baby Rani Maurya)।

13. “Walk to work”-Campaign সম্প্রতি কোন রাজ্য চালু করলো?
(A) মনিপুর
(B) মেঘালয়
(C) রাজস্থান
(D) হিমাচল প্রদেশ
Ans- (B) মেঘালয় (The campaign is a part of Fit India Movement which has been launched in the country in the prime minister. Chief Minister of Meghalaya: Conrad K Sangma এবং Governor হলেন তথাগত রায় (Tathagata Roy)।

4. ” Megha Vendor Meet-2019″- কোথায় অনুষ্ঠিত হলো?
(A) গুজরাট
(B) তামিলনাডু
(C) মধ্যপ্রদেশ
Ans- (D) লখনৌতে( উত্তরপ্রদেশে অবস্থিত।(Research Designs and standards organization organized the “Mega Vendor Meet 2019 at Lucknow)।

5. PMO(Prime minister of officer) এর officer on special Duty পদে কে নিযুক্ত হলেন?
(A) পি কে সিনহা
(B) আর কে সিং
(C) আর কে রেড্ডি
(D) জগৎ চৌহান
Ans- (A) পি কে সিনহা( ইনি আগে ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন। বর্তমানে ভারতের ক্যাবিনেট সেক্রেটারি হলেন রাজীব গাবা)।

Monthly Current Affairs  Daily Current Affairs 2019
Top GK Questions in BengaliRRB Previous Year Questions

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.