Current Affairs of The Day: 1 September 2019
Top current affairs of the day- 1 September 2019 in Bengali
1. চিকুনগুনিয়া ও ডেঙ্গুর সচেতনতার জন্য কোন রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল 10 সপ্তাহ ব্যাপি ক্যাম্পেন লঞ্চ করলো?
(A) মুম্বাই
(B) নিউ দিল্লি
(C) দমন ও দিউ
(D) অসম
2. “UEFA’s Player of the year Award 2019″(Male) সম্প্রতি কে পেলেন?
(A) ক্রিশ্চিয়ানো রোনালদো
(B) লিওনেল মেসি
(C) ভার্জিল ভ্যান ডিজক
(D) এমবাপে
3. সম্প্রতি কোন রাজ্য Dindigul Locks এবং Kandangi Sarees কে GI ট্যাগ প্রদান করলো??
(A) তামিলনাডু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) কেরালা
(D) হরিয়ানা
4. Shooting World Cup 2019 এর 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে(Male) সোনা পেলো?
(A) সৌরভ চৌধুরী
(B) নিতাই চৌহান
(C) অভিনব বিন্দ্রা
(D) অভিষেক ভার্মা
(Elavenil Valarivan win gold is the Women’s 10m Air Rifle event of the world cup at Rio de Janeiro)।
5. ” International Day of the Victims of Enforced Disappearances”-কবে পালিত হয়?
(A) 27 August
(B) 28 August
(C) 29 August
(D) 30 August
6. সম্প্রতি বিখ্যাত টলিউড অভিনেতা নিমু ভৌমিক মারা গেলেন। ইনি শেষ কোন সিনেমাতে অভিনয় করেছিলেন?
(A) মঙ্গল দ্বীপ
(B) জনম দুখিনির ঘর
(C) দশ মাস দশ দিনের গল্প
(D) লোফার
7. সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর একটি বই লঞ্চ করা হলো, যার নাম–“Obama : The Call of History”-বইটির লেখক কে?
(A) পিটার বেকার
(B) পিটার পার্কার
(C) স্টিভ জোন্স
(D) এরিক জোন্স
8. “Government e- Market Place”- সম্প্রতি কোন সংস্থার সাথে “MOU” (Memorandum Of Understanding)চুক্তি করলো?
(A) SBI
(B) SIDBI
(C) RBI
(D) HDFC
9. সম্প্রতি ভারতের Environment মন্ত্রক 27 টি রাজ্যের জন্য কত টাকা ট্র্যান্সফার করলো বৃক্ষ রোপনের জন্য?
(A) 47,896 কোটি টাকা
(B) 46,437 কোটি টাকা
(C) 47,436 কোটি টাকা
(D) 45,436 কোটি টাকা
10. সম্প্রতি ভারতের HRD (Human Resources Development) মন্ত্রী বিশ্বের বৃহত্তম Integrated online Junction স্কুল শিক্ষার জন্য”Shagun”-কোথায় লঞ্চ করলেন?
(A) মুম্বাইতে
(B) নিউ দিল্লিতে
(C) কানপুরে
(D) ফরিদাবাদে
Pages: 1 2