Current Affairs of the Day: 1 November 2019
1. সম্প্রতি নানামাল প্রসাদ মারা গেলেন। তিনি ছিলেন একজন –
(A) সংগীতকার
(B) আয়ুর্বেদ বিশেষজ্ঞ
(C) যোগ ব্যায়ামের শিক্ষক
(D) সমাজসেবী
2. নিচের কোন দেশ বিশ্বের প্রথম Blockchain Based carbon trading exchange চালু করল?
(A) হংকং
(B) চীন
(C) সিঙ্গাপুর
(D) ভিয়েতনাম
3. লাদাখের প্রথম উপরাজ্যপাল (lieutenant governor) কাকে করা হল?
(A) আর কে মাথুর
(B) দ্রৌপদী মুর্মু
(C) গিরিশচন্দ্র মুর্মু
(D) রাজীব কুমার
4. কোন দিন থেকে সরকারিভাবে জম্মু-কাশ্মীর ভেঙে লাদাখ ও জম্মু-কাশ্মীর নামে দুটি আলাদা কেন্দ্র শাসিত রাজ্য আত্মপ্রকাশ করল?
(A) 28 October 2019
(B) 29 October 2019
(C) 31 October 2019
(D) 1 November 2019
5. নিচের কোন Airline সংস্থা গুরু নানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষে “Ek Onkar” চিহ্ন তাদের এয়ারক্রাফ্টে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে?
(A) Spice Jet
(B) Air India
(C) IndiGo
(D) GoAir
6. নিচের কোন শহর “Global Ayurveda Summit 2019” এর আয়োজন করল?
(A) গোয়া
(B) মাদ্রাজ
(C) গুরুদাসপুর
(D) কোচি
7. 28 তম ব্যাস সম্মান (Vyas Samman for the year 2018) কাকে প্রদান করা হল?
(A) মঙ্গলেস দাবরাল
(B) গোপালদাস নীরজ
(C) মোহন রানা
(D) লীলাধর জাগুরি
8. ভারতীয় ক্রিকেট টিম প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশের সাথে। এই ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
(A) ইডেন গার্ডেন্স এ
(B) ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে
(C) এন চিন্না স্বামী স্টেডিয়ামে
(D) ওয়াংখেড়ে স্টেডিয়ামে
9. “World Cities Day” প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়?
(A) 28 October 2019
(B) 29 October 2019
(C) 31 October 2019
(D) 1 November 2019
10. “মিনিস্ট্রি অফ রেলওয়ে” সম্প্রতি কোন সংস্থার সাথে একটি MoU সাক্ষর করল?
(A) IIMA
(B) ISB
(C) IIT Madras
(D) IIMC
11. সম্প্রতি Alberto Fernandez কোন দেশের রাষ্ট্রপতি রূপে স্বপথ নিলেন?
(A) ব্রাজিল
(B) উরুগুয়ে
(C) পেরু
(D) আর্জেন্টিনা
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | রেলের বিগত বছরের প্রশ্ন ও উত্তর |
ইতিহাস প্রশ্ন ও উত্তর | ভূগোল প্রশ্ন ও উত্তর |