Current Affairs of the Day: 9 September 2019
Daily Current Affairs Questions in Bengali. Top current affairs of the day: 9 September 2019.
1. ভারত ও চীনের ভিতর কৌশলগত অর্থনৈতিক সংলাপ ( Economic Dialog) কোথায় অনুষ্ঠিত হবে?
(A) বেজিং এ
(B) নিউ দিল্লিতে
(C) দক্ষিণ কোরিয়ায়
(D) শ্রীলঙ্কায়
2. কোথায় ভারতের হাই কমিশনার বিকাশ স্বরূপ 44 তম ” টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2019″- ইন্ডিয়া প্যাভিলিয়নের উদ্বোধন করবে?
(A) কানাডা
(B) উত্তর কোরিয়া
(C) দক্ষিণ কোরিয়া
(D) হামবুর্গ এ
3. কোন বোলার T-20 ক্রিকেটে দু-বার হ্যাট্রিক করলেন?
(A) জশপ্রীত বুমরা
(B) পথকামিন্স
(C) ট্রেন্ড বোল্ড
(D) ল্যাথিস মালিঙ্গা
4. আন্তর্জাতিক” স্বাক্ষরতা দিবস”- কবে পালন করা হয়?
(A) 6 th সেপ্টেম্বর
(B) 7 th সেপ্টেম্বর
(C) 8 th সেপ্টেম্বর
(D) 9 th সেপ্টেম্বর
5. ” জলজীবন মিশনে “- কেন্দ্রীয় সরকার কত টাকা ব্যয় করবে?
(A) 7.5 লক্ষ কোটি টাকা
(B) 4.6 লক্ষ কোটি টাকা
(C) 4.5 লক্ষ কোটি টাকা
(D) 3.5 লক্ষ কোটি টাকা
6. কোথায় উত্তর-পূর্ব কাউন্সিলের 68 তম পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হলো?
(A) মণিপুরে
(B) আসামে
(C) কেরালাতে
(D) নাগাল্যান্ডে
7. কে “US Open 2019 Women’s “- সিঙ্গেলে খেতাব জিতলো?
(A) সেরেনা উইলিয়াম
(B) রিয়ানকা অ্যান্ড্রিস্কু
(C) মারিয়া শারাপোভা
(D) সাইনা নেহয়াল
8. কোন রাজ্য সরকার দুর্ঘটনার শিকার ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসার কথা ঘোষণা করলেন?
(A) উড়িষ্যা
(B) তামিলনাডু
(C) বিহার
(D) ঝাড়খন্ড
9. Parlament Complexe এ India Drive কে চালু করলেন?
(A) নরেন্দ্র মোদী
(B) অধীর রঞ্জন চৌধুরী
(C) ওম বিড়লা
(D) রাজনাথ সিং
10. সম্প্রতি নিরাপত্তা বিষয়ে আদান-প্রদানের জন্য ভারত কোন দেশের সাথে সমঝোতা স্বাক্ষর করলো?
(A) উত্তর কোরিয়া
(B) দক্ষিণ কোরিয়া
(C) রাশিয়া
(D) কানাডা
Read September 2019 full month current affairs.
Monthly Current Affairs | Daily Current Affairs 2019 |
Top GK Questions in Bengali | RRB Previous Year Questions |
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1