Current Affairs Questions: 3-9 October 2019

51. সম্প্রতি কোন দেশ ঘোষণা করলো 2020 তে OPEC এর সদস্য পদ ত্যাগ করবে?
(A) প্যালেস্টাইন
(B) ইকুয়েডর
(C) চীন
(D) পাকিস্তান

Ans- (B) ইকুয়েডর
( OPEC এর বর্তমান সদস্য দেশ আছে 14 টি। 2020 তে ইকুয়েডর সদস্য পদ ত্যাগ করলে এর সদস্য সংখ্যা হবে 13 টি।
Full form of OPEC : Organization of Petroleum Exporting Countries।
এর সেক্রেটারি জেনারেল হলেন মহম্মদ বারকিন্দো।
এটি স্থাপিত হয় ইরাকের বাগদাদে)।
এর হেড কোয়ার্টার : অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে)।

52. সম্প্রতি UBER কোম্পানি কোথায় হেলিকপ্টার পরিষেবা চালু করলো?
(A) সিডনিতে
(B) কলম্বতে
(C) ব্রাজিলে
(D) নিউ ইয়র্কে
Ans- (D) নিউ ইয়র্কে

53. সম্প্রতি কর্ণাটক Criket Association-এর President হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
(A) রজার বিন্নী
(B) মহম্মদ কাইফ
(C) মহম্মদ আজহারউদ্দিন
(D) ঈসা গুহা
Ans- (A) রজার বিন্নী
( ভারতের ক্রিকেট বোর্ডের নাম BCCI ( Board of control for Cricket in India, এর বর্তমান প্রেসিডেন্ট : সি.কে.খান্না , CEO আছেন : রাহুল জোরি।
ভারতের ক্রিকেট বোর্ড গঠন করা হয় 1928 সালে)।

54. সম্প্রতি ভারতের কোথায় প্লাস্টিক থেকে ডিজেল তৈরির Plant স্থাপিত করা হলো?
(A) উত্তরাখণ্ডে
(B) অসমে
(C) উত্তরপ্রদেশে
(D) গোয়াতে
Ans- (C) উত্তরপ্রদেশে
( উত্তরপ্রদেশের আগের নাম ছিলো “যুক্তরাজ্য”। 1950 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় উত্তরপ্রদেশ)।

55. সম্প্রতি BSNL কোন Payment কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করলো?
(A) PhonePe
(B) PayTm
(C) Google Pay
(D) Flipcart
Ans- (B) PayTm
Full form of BSNL Bharat Sanchar Nigam Limited
BSNL স্থাপিত হয় : 15 ই সেপ্টেম্বর 2000 সালে।
বর্তমানে BSNL এর Chairman and Managing director হলেন : প্রবীর কুমার পূর্বার)।

56. সম্প্রতি দিল্লিতে ” e-Assessment Center(NeAC)- উদ্বোধন করলেন কে ?
(A) কপিল সিকব্বাল
(B) নির্মলা সিতারামন
(C) স্মৃতি ইরানি
(D) অমিত শাহ

Ans-(B) নির্মলা সিতারামন(ভারতের অর্থমন্ত্রী)।

57. “Test Criket Match”-এ সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন কে ?
(A) বিরাট কোহলি
(B) স্টিভ স্মিথ
(C) জোস বাটলার
(D) রোহিত শর্মা
Ans-(D) রোহিত শর্মা
( দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি এই রেকর্ড গড়লেন। তিনি এক ম্যাচে 13 টি ছক্কা মারেন। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম, তিনি 12 টি ছক্কা মেরে ছিলেন)।

58. সম্প্রতি কে “Japan open Tennis Tournament” জিতলো?
(A) রজার ফেডেরার
(B) নাদাল
(C) নোভাক জোকোভিচ
(D) অ্যান্ডি মারে
Ans-(C) নোভাক জোকোভিচ

59. “World Space Week” কবে থেকে কবে পর্যন্ত পালন করা হলো ?
(A) 3 থেকে 7 অক্টোবর
(B) 4 থেকে 8 অক্টোবর
(C) 4 থেকে 10 অক্টোবর
(D) 5 থেকে 12 ই অক্টোবর
Ans-(C) 4 থেকে 10 অক্টোবর পর্যন্ত।
(এটি প্রথম পালন করা হয় 1999 সালে।
এবার World Space Week এর থিম ছিলো : The Moon Getaway to the Star)।

60. হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?
(A) লিংগাপ্পা নারায়ণ স্বামী
(B) সচ্ছিনান্দ শত্রুগণ
(C) আল মেহমুদ মাসুদ
(D) আগাপ্পু সিন্ধিয়া
Ans-(A) লিংগাপ্পা নারায়ণ স্বামী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.