Current Affairs Questions: 3-9 October 2019
51. সম্প্রতি কোন দেশ ঘোষণা করলো 2020 তে OPEC এর সদস্য পদ ত্যাগ করবে?
(A) প্যালেস্টাইন
(B) ইকুয়েডর
(C) চীন
(D) পাকিস্তান
52. সম্প্রতি UBER কোম্পানি কোথায় হেলিকপ্টার পরিষেবা চালু করলো?
(A) সিডনিতে
(B) কলম্বতে
(C) ব্রাজিলে
(D) নিউ ইয়র্কে
53. সম্প্রতি কর্ণাটক Criket Association-এর President হিসেবে কে নির্বাচিত হয়েছেন?
(A) রজার বিন্নী
(B) মহম্মদ কাইফ
(C) মহম্মদ আজহারউদ্দিন
(D) ঈসা গুহা
54. সম্প্রতি ভারতের কোথায় প্লাস্টিক থেকে ডিজেল তৈরির Plant স্থাপিত করা হলো?
(A) উত্তরাখণ্ডে
(B) অসমে
(C) উত্তরপ্রদেশে
(D) গোয়াতে
55. সম্প্রতি BSNL কোন Payment কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করলো?
(A) PhonePe
(B) PayTm
(C) Google Pay
(D) Flipcart
56. সম্প্রতি দিল্লিতে ” e-Assessment Center(NeAC)- উদ্বোধন করলেন কে ?
(A) কপিল সিকব্বাল
(B) নির্মলা সিতারামন
(C) স্মৃতি ইরানি
(D) অমিত শাহ
57. “Test Criket Match”-এ সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন কে ?
(A) বিরাট কোহলি
(B) স্টিভ স্মিথ
(C) জোস বাটলার
(D) রোহিত শর্মা
58. সম্প্রতি কে “Japan open Tennis Tournament” জিতলো?
(A) রজার ফেডেরার
(B) নাদাল
(C) নোভাক জোকোভিচ
(D) অ্যান্ডি মারে
59. “World Space Week” কবে থেকে কবে পর্যন্ত পালন করা হলো ?
(A) 3 থেকে 7 অক্টোবর
(B) 4 থেকে 8 অক্টোবর
(C) 4 থেকে 10 অক্টোবর
(D) 5 থেকে 12 ই অক্টোবর
60. হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হলেন ?
(A) লিংগাপ্পা নারায়ণ স্বামী
(B) সচ্ছিনান্দ শত্রুগণ
(C) আল মেহমুদ মাসুদ
(D) আগাপ্পু সিন্ধিয়া