Ans- (D) সিঙ্গাপুর
( এই Index এ ভারতের হায়দ্রাবাদ রয়েছে 67 নম্বরে
দিল্লি রয়েছে 68 নম্বরে
মুম্বাই রয়েছে 78 নম্বরে।
এটি বিবেচনা করা হয়েছে Technology, শিক্ষা, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির দিক দিয়ে)।
Ans- (A) 5.15%
(RBI ব্যাংক স্থাপিত হয় 1 লা এপ্রিল 1935 সালে
হেড কোয়ার্টার : মুম্বাই
এর বর্তমান গভর্নর : শক্তিকান্ত দাস)।
44. সম্প্রতি কোন রাজ্য লঞ্চ করলো YSR Bahan Mitra Yojana ( বাহন মিত্র যোজনা)?
(A) মধ্যপ্রদেশ
(B) অন্ধ্রপ্রদেশ
(C) রাজস্থান
(D) দিল্লি
Ans- (B) অন্ধ্রপ্রদেশ
(যত বাস ও অটো ড্রাইভার আছে তাদের যদি নিজস্ব গাড়ি থাকে তাহলে তারা বছরে 10 হাজার টাকা অনুদান পাবে।
অন্ধ্রপ্রদেশের রাজধানী : হায়দ্রাবাদ
মুখ্যমন্ত্রী : জগম্মহন রেড্ডি
রাজ্যপাল : বিস্বভূষণ হরিচন্দন)।
Ans- (C) অজিত দোভাল
( ইনি ভারতের National Security Advisor)।
46. আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা হিসেবে 100 টি T-20 ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন কে?
(A) এলেস প্রীতি
(B) মিতালী রাজ
(C) জোনি গান
(D) হারমান প্রীত
Ans- (D) হারমান প্রীত
( ইনি হলেন একজন ভারতীয় মহিলা ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট বোর্ডের নাম হলো ICC (International Cricket Council)
এর মোটো হলো : Cricket for good
Headquarters of ICC Dubai ,UAE
Chairman of ICC Sankar Monohor
CEO ( Chief Executive officer) : Manu Sawhney)।
47. কেন্দ্রীয় সরকার Power Plant-এ কয়লা সরবরাহের জন্য একটি Portal লঞ্চ করলো তার নাম কি?
(A) আকাশ
(B) বাতাস
(C) প্রকাশ
Ans- (D) ধ্রুবক
48. “Indian Air Force Day”- কবে?
(A) 8 ই অক্টোবর
(B) 7 ই অক্টোবর
(C) 9 ই অক্টোবর
(D) 6 ই অক্টোবর
Ans- (A) 8 ই অক্টোবর
( 1932 সালের 8 ই অক্টোবর Indian Air Force স্থাপিত হয়, আর ঐ দিনকে প্রতি বছর Air Force Day পালন করা হয়। 1932 সালে Indian Air Force এর নাম ছিলো Royal Indian Air Force. 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর এর নাম পরিবর্তন করে Indian Air Force রাখা হয়)।
49. সম্প্রতি কোন দেশ তৃতীয় “Ballistic Missile”- সফলভাবে পরীক্ষা করলো?
(A) ভারত
(B) চীন
(C) আমেরিকা
(D) কানাডা
Ans- (C) আমেরিকা
50. ” World Teachers Day”- কবে পালন করা হয়?
(A) 5 ই অক্টোবর
(B) 6 ই অক্টোবর
(C) 7 ই অক্টোবর
(D) 8 ই অক্টোবর
Ans- (A) 5 ই অক্টোবর
( ভারতে “Teachers Day”- পালন করা হয় 5 ই সেপ্টেম্বর।
1994 সালের 5 ই অক্টোবর থেকে World Teachers Day পালন হয়ে আসছে।
এবার এর থিম ছিলো :- Young Teachers the Future of the Professions)।