31. “India Economic Summit”- কোথায় অনুষ্ঠিত হলো?
(A) কোচিনে
(B) নিউ দিল্লিতে
(C) ব্যাঙ্গালোরে
(D) দেরদুনে
Ans- (B) নিউ দিল্লিতে
32. ভারতের ভাসমান বাস্কেট বলের কোর্ট কোথায় তৈরী করা হলো?
(A) মুম্বাইতে
(B) কলকাতাতে
(C) ভুপালে
(D) আমেদাবাদে
Ans- (A) মুম্বইতে
( আরব সাগরের তীরে ভারতে এই প্রথম কোনো ভাসমান বাস্কেট বলের কোর্ট তৈরী করা হলো।
বাস্কেট বলের প্লেয়ারের সংখ্যা : প্রত্যেক দলে 5 জন 5 জন করে মোট 10 জন)।
33. সম্প্রতি IRCTC ঘোষণা করলো কোন এক্সপ্রেস নির্দিষ্ট স্থানে দেরিতে পৌঁছালে যাত্রীদের ক্ষতিপূরণ দেবে?
(A) কলকাতা এক্সপ্রেস
(B) শতাব্দী এক্সপ্রেস
(C) নিউ দিল্লি এক্সপ্রেস
(D) তেজস এক্সপ্রেস
Ans- (D) তেজস এক্সপ্রেস
( Full form of IRCTC Indian Railways Catering and Tourism Corporation
Headquarters of IRCTC New Delhi
Tagline : “Lifeline of the Nation”
রেলমন্ত্রী : পীযুষ গোয়েল
বর্তমান রেলের চেয়ারম্যান : বিনোদ কুমার যাদব।
Chairman of IRCTC Pk Gupta)।
34. সম্প্রতি কোন রাজ্য ” Mou Sarkar”- লঞ্চ করলো?
(A) পশ্চিমবঙ্গ
(B) উড়িষ্যা
(C) কর্ণাটক
(D) অসম
Ans- (B) উড়িষ্যা
(“Mou Sarkar” মানে My Government বা আমার সরকার)।
35. সম্প্রতি কোন রাজ্য ” Urjigiri Campaign”-শুরু করলো?
(A) মহারাষ্ট্র
(B) মধ্যপ্রদেশ
(C) ছত্রিশগড়
(D) উত্তরাখণ্ড
Ans- (D) উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম : ত্রিবেন্দ্র সিং রাওয়াত
রাজধানী : দেরাদুন
রাজ্যপাল : বেবী রানী মৌর্য)।
36. ভারত আর কোন দেশের মধ্যে ” Joint Exercise Nomadic Elephant 2019″-শুরু হলো?
(A) চীনের মধ্যে
(B) মঙ্গোলিয়ার মধ্যে
(C) শ্রীলঙ্কার মধ্যে
(D) মায়ানমারের মধ্যে
Ans- (B) মঙ্গোলিয়ার মধ্যে
( এটা চলবে 5 ই অক্টোবর থেকে 19 এ অক্টোবর পর্যন্ত মোট 14 দিন। এটা শুরু হয়েছে হিমাচল প্রদেশে।
মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হলেন : খলতমাগেইন বাটুলগা
প্রধানমন্ত্রী : উখনাগেইন খেরেলসুখ
মুদ্রা : মঙ্গোলিয়ান টগরোগ)।
37. “Oil India Limited (OIL)- এর Chairman and Managing director হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) সুনীল চন্দ্র মিশ্র
(B) কপিল শর্মা
(C) মনোহরলাল দেবগৌরা
(D) জিতেন্দ্র সিং প্যাটেল
Ans- (A) সুনীল চন্দ্র মিশ্র
( Oil India Limited Establish হয় 1959 সালে
হেড কোয়ার্টার : আসামে)।
38. ভারতের কোথায় প্রথম “Sports University”-তৈরি করা হবে?
(A) ব্যাঙ্গালোরে
(B) মণিপুরে
(C) কোচিতে
(D) নিউ দিল্লিতে
Ans- (D) নিউ দিল্লিতে
(দিল্লির মুখ্যমন্ত্রী হলেন : অরবিন্দ কেজরিওয়াল
রাজ্যপাল : অজিত ভাইজার)।
39. পাঞ্জাবের নতুন লোকপাল হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) রোনিল সেনগুপ্ত
(B) দেব্যান মৌর্য
(C) বিনোদ কুমার শর্মা
(D) আশীষ মুখোপাধ্যায়
40. “2019 Global Firepower Index”- এ ভারতের স্থান কতো?
(A) দ্বিতীয়
(B) তৃতীয়
(C) চতুর্থ
(D) পঞ্চম
Ans- (C) চতুর্থ( মিলিটারি শক্তি অনুযায়ী।
এই Index এ প্রথমে আছে USA
দ্বিতীয় স্থানে : Russia
তৃতীয় স্থানে : চীন
চতুর্থ স্থানে : ভারত
পঞ্চম স্থানে : ফ্রান্স)।