Current Affairs Questions: 3-9 October 2019

21. সম্প্রতি ভারতের তৃতীয় রাজ্য হিসেবে সমস্ত রকমের পান মশলা ব্যান করলো কোন রাজ্য ?
(A) বিহার
(B) মহারাষ্ট্র
(C) রাজস্থান
(D) কেরালা

Ans-(C) রাজস্থান
(এর আগে সমস্ত ধরণের পান মশলা ব্যান করে বিহার আর মহারাষ্ট্র।
রাজস্থানের রাজধানী : জয়পুর
মুখ্যমন্ত্রী : অশোক গেহলট
উপ মুখ্যমন্ত্রী : শচীন পাইলট
রাজ্যপাল : কালরাজ মিশ্র

22. কাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের Managing director (MD)& Chief Executive officer (CEO) পদে নিযুক্ত করা হলো?
(A) এস.এস.মল্লিকাৰ্জুন রাওকে
(B) বিনোদ বিহারী মিশ্রকে
(C) জগমোহন রেড্ডিকে
(D) করন পাদদারে কে
Ans-(A) এস.এস.মল্লিকাৰ্জুন রাওকে
( পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক স্থাপিত হয় 1894 সালে এর হেড কোয়ার্টার নিউ দিল্লিতে)।

23. PMC Bank এর নতুন Administrator হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) ভগবৎ পাসওয়ানকে
(B) জয় ভগবান ভরিয়াকে
(C) আদিত্য জুলিকে
(D) দেবী রতন কে
Ans-(B) জয় ভগবান ভরিয়াকে
(PMC Bank স্থাপিত হয় 13 ই ফ্রেবুয়ারী 1984 সালে)

24. সম্প্রতি “National Tourism Award 2017-18”- সবচেয়ে সম্মানজনক পুরস্কার পেলেন কোন রাজ্য ?
(A) মধ্যপ্রদেশ
(B) উত্তরপ্রদেশ
(C) অন্ধ্রপ্রদেশ
(D) কেরালা
Ans-(A) মধ্যপ্রদেশ
( মধ্যপ্রদেশের রাজধানী ভুপাল
মুখ্যমন্ত্রী : কমলনাথ
রাজ্যপাল : লালজী টন্ডন)।

25. সম্প্রতি ” National Youth Icon Award 2019″ – কে পেলেন ?
(A) জয়শ্রী ধারে
(B) জয়রাম গণেশ
(C) কিরণ দ্বীপ সিং
(D) মনিকা ইনগুদুম
Ans-(D) মনিকা ইনগুদুম
( ইনি হলেন মনি পুরের বাসিন্দা। দিল্লি থেকে ইনাকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে)।

26. সম্প্রতি কোন হাইকোর্ট ঘোষণা করলো কোর্টের প্রাঙ্গনে কোনো প্রকার প্লাস্টিক ব্যবহার করা যাবে না?
(A) মুম্বাই হাইকোর্ট
(B) মাদ্রাজ হাইকোর্ট
(C) কলকাতা হাইকোর্ট
(D) দিল্লি হাইকোর্ট
Ans-(C) কলকাতা হাইকোর্ট
( হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সময় সীমা 62 বছর এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করান রাষ্ট্রপতি।

27. সম্প্রতি কোন ব্যাংক “Express FD”- লঞ্চ করলো?
(A) SBI Bank
(B) HDFC Bank
(C) Axis Bank
(D) Canara Bank

Ans- (C) Axis Bank
( Axis Bank স্থাপিত হয় 1993 সালে আমেদাবাদে। হেড কোয়ার্টার : মুম্বাইতে, CEO & MD : অমিতাভ চৌধুরী)।

28. “Bikaji Food International Ltd.”-এর Brand Ambassador হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
(A) রণবীর কাপুর
(B) অমিতাভ বচ্চন
(C) শিল্পা আগারওয়াল
(D) ভিকি কৌশল
Ans- (B) অমিতাভ বচ্চন
( রণবীর কাপুর হলেন JBL এর Brand Ambassador
শিল্পা আগারওয়াল : ফিট ইন্ডিয়া মুভমেন্টের
ভিকি কৌশল : হ্যাভেলস ইন্ডিয়ার)।

29. ভারতীয় ক্রিকেট বোর্ডের উপদেষ্টা কমিটির থেকে ইস্তফা দিলেন কে?
(A) শচীন টেন্ডুলকার
(B) সৌরভ গঙ্গোপাধ্যায়
(C) রাহুল দ্রাবিড়
(D) কপিলদেব
Ans- (D) কপিলদেব
( কপিলদেবই প্রথম কোনো ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যিনি 1983 সালে ভারতকে বিশ্বকাপ উপহার দেয়। কপিলদেবকে নিয়ে একটা সিনেমা কিছুদিনের মধ্যেই রিলিজ হবে যার নাম Eighty Three(83)।

30. গ্রিসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
(A) অমৃত লুগান
(B) বিক্রম সিং বাউড়িয়া
(C) চেতন ভোগৎ
(D) জয়দীপ আপ্তে
Ans- (A) অমৃত লুগান
( গ্রীসের রাজধানী : এথেন্স
মুদ্রা : ইউরো।
Prime minister of Greece, Kyriakos Mitsotakis
President of Greece Prokopis Pavlopoulos)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.