Current Affairs Questions: 3-9 October 2019

জীব বিজ্ঞান সাধারণ জ্ঞান 

11. সম্প্রতি S & P Global Ratting অনুসারে 2019-2020 সালে ভারতের GDP বৃদ্ধি পেতে পারে কত শতাংশ?
(A) 7.03%
(B) 6.90%
(C) 5.90%
(D) 6.3%

Ans-(D) 6.3%
( Full from of GDP Gross Domestic Product)।

12. সম্প্রতি কোন রাজ্য 100% বৈদ্যুতিক রাজ্য হিসেবে স্বীকৃতি পেলো?
(A) মহারাষ্ট্র
(B) গোয়া
(C) কর্ণাটক
(D) তেলেঙ্গানা
Ans-(D) তেলেঙ্গানা
( তেলেঙ্গানার রাজধানী : হায়দ্রাবাদ ( যমজ শহর নামে পরিচিত)
মুখ্যমন্ত্রী : কে.চন্দ্রশেখর রাও
রাজ্যপাল : তামিলিসাই সুন্দরারাজন)।

13. সম্প্রতি কে ভারতীয় নৌসেনার সবচেয়ে বড় “Aircraft carrier dry dock”- উদ্বোধন করলেন?
(A) নরেন্দ্র মোদী
(B) রাজনাথ সিং
(C) অমিত শাহ
(D) বাজুভাই বালা
Ans- (B) রাজনাথ সিং ( ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী)।

14. সম্প্রতি ” International Monetary Fund (IMF)- এর Executive director হিসেবে কে নিযুক্ত হলেন ?
(A) সুরজিৎ এস ভাল্লা
(B) বিজয় কুমার ভাল্লা
(C) আকাশ জৈন
(D) ভি এস রাও
Ans- (A) সুরজিৎ এস ভাল্লা
( International monetary Fund was Established  in 1945, Headquarters : New York, USA)।

15. সম্প্রতি ” Bapu Zinda Hai”-প্রোগ্রামের জন্য UNESCO কোন Channel এর সাথে চুক্তি স্বাক্ষর করলো?
(A) NDTV
(B) Sony Tv
(C) দুরদর্শন
(D) Zee News
Ans- (C) দুরদর্শনের সাথে চুক্তি স্বাক্ষর করলো UNESCO।
( Full from of UNESCO United of Nations Education Scientific and Cultural Organization
UNESCO স্থাপিত হয় 16 ই নভেম্বর 1945 সালে
এর হেডকোয়ার্টার : ফ্রান্সের প্যারিসে
এর বর্তমান প্রেসিডেন্ট, MD and CEO : অদ্রে অজুলে (Audrey Azoulay)।

16. সম্প্রতি কোথায় সবচেয়ে বড় চড়কা উদ্বোধন করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী(মহিলা ও শিশুকল্যাণ এবং বস্ত্র মন্ত্রক) স্মৃতি জুবিন ইরানী?
(A) ব্যাঙ্গালোরে
(B) নয়ডাতে
(C) গোহাটিতে
(D) গাঁধীনগরে
Ans- (B) নয়ডাতে ( উত্তরপ্রদেশের নয়ডাতে।
উত্তরপ্রদেশের রাজধানী : লখনৌ
মুখ্যমন্ত্রী : যোগী আদিত্যনাথ
রাজ্যপাল : আনন্দীবেন প্যাটেল)।

17. সম্প্রতি কে ” India Nederland Past, Present and Future”- নামের বইটি প্রকাশ করলেন?
(A) নীতিশ অরোরা
(B) সুরেশ কানাইয়া
(C) ভেনু রাজমনি
(D) ভেনু অথাইয়া
Ans- (C) ভেনু রাজমনি
( নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন : মার্ক রুটে (Mark Rutte)
মুদ্রা : ইউরো ( নেদারল্যান্ডের 1 ইউরো = ভারতের 78.31 টাকা।
রাজধানীর নাম : আমস্টারডাম)।

18. গান্ধীজীর 150 তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জ্ঞাপন করতে কোন দেশ ডাক টিকিট চালু করলো?
(A) প্যালেস্টাইন
(B) ভ্যাটিকানসিটি
(C) ইসরাইল
(D) ভিয়েতনাম

Ans-(A) প্যালেস্টাইন
( prime minister of Palestine : Mohammad Shtayyeh
রাজধানী : জেরুজালেম, মুদ্রা : Israeli New Shekel ( 1 Israeli New Shekel = ভারতের 20.24 টাকা), প্রেসিডেন্ট : মহম্মদ আব্বাস)।

19. ” Swachhata Ambassador Award “- পেলেন কে?
(A) গোবিন্দা
(B) হেমা দাস
(C) শচীন টেন্ডুলকার
(D) জশপ্রীত বুমরাহ
Ans-(C) শচীন টেন্ডুলকার
( গোবিন্দা : মধ্যপ্রদেশের Brand Ambassador
হেমা দাস : Adidas এর Brand Ambassador
জশপ্রীত বুমরাহ : Rayal Stag এর Brand Ambassador)।

20. Dongfeng – 41(DF-41) শক্তিশালী ক্ষেপণাস্ত্র উদ্বোধন করলো কোন দেশ?
(A) ভারত
(B) চীন
(C) জাপান
(D) রাশিয়া
Ans-(B) চীন
(এটি হলো বিশ্বের সবচেয়ে বেশি লং রেঞ্জ ক্ষেপণাস্ত্র। এর রেঞ্জ হলো 1400 মাইল। এটি একসাথে 10 টি নিউক্লিয়ার ওয়াগন নিয়ে চলতে পারে।
চীনের রাজধানী : বেজিং
প্রধানমন্ত্রী : Li Keqiang
রাষ্ট্রপতি : সি জিংপিং
মুদ্রা : ইয়েন
ভাষা : মান্দারিন ( সারা বিশ্বে এই ভাষাতেই মানুষ সবচেয়ে বেশি কথা বলে)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.