Current Affairs Questions: 3-9 October 2019
1. সম্প্রতি T-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে প্রথম 100 রান করলো খডকা। ইনি কোন দেশের প্লেয়ার?
(A) আফগানিস্তানের
(B) নেপালের
(C) সংযুক্ত আরব আমিরাতের(AUE)
(D) জিম্বাবুয়ের
2. সম্প্রতি গুরু নানক দেবের জন্মবার্ষিকী উপলক্ষে নেপাল কেন্দ্রীয় ব্যাংক কতো গুলি নতুন মুদ্রা চালু করলো?
(A) 3 টি
(B) 4 টি
(C) 5 টি
(D) 6 টি
3. সম্প্রতি DRDO কোথায় “ব্রম্মস সুপারসনিক মিসাইল”- সফলভাবে পরীক্ষা করলো?
(A) ব্যাঙ্গালোরের
(B) সিকিমে
(C) উড়িষ্যাতে
(D) উত্তরাখণ্ডে
4. সম্প্রতি কাকে ” Press Information Bureau”- (PBI)এর Director General -করা হলো?
(A) কে.এস.ধাতবলিয়াকে
(B) বিজয় কুমার চোপড়াকে
(C) অগ্নিশ কুমারকে
(D) ধীরেন বাগচীকে
5. সম্প্রতি ” Russian Grand Prix 2019 F1″- কে জিতলেন?
(A) ম্যাক্স ভেস্টরাপিন
(B) চার্লস লেককর
(C) লুইস হ্যামিল্টন
(D) ডেভিড ওরাম ক্যইস
6. ” President of India Prize 2019″- পেলেন কে ?
(A) ধানু রাও
(B) কবিতা গোপাল
(C) গোপাল চট্টোপাধ্যায়
(D) মুনিশ গুপ্ত
7. সম্প্রতি কাকে “MP Birala Memorial Awarad”- দেওয়া হলো?
(A) রাজীব খান্নাকে
(B) পি শর্মাকে
(C) সি কে ভাল্লা
(D) থানু পদ্মানভান
8. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ভারতে এলেন?
(A) নেপালের
(B) মার্কিন যুক্তরাষ্ট্রের
(C) বাংলাদেশের
(D) চীনের
9. সম্প্রতি কাকে পশ্চিমবঙ্গের Chief Secretary হিসেবে নিযুক্ত করা হলো?
(A) রাজীব হায়দারকে
(B) রাজীব সিনহাকে
(C) রাজীব কুমারকে
(D) মুকন্দরাম রাউৎ কে
10. সম্প্রতি ভারতের সবচেয়ে বয়স্ক শিম্পাঞ্জি মারা গেলেন। তার নাম কি ?
(A) রীতা
(B) মিতা
(C) গীতা
(D) রমা