Current Affairs 2019 (January – June)

67. প্রথম Global Aviation Summit 2019 কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A. দিল্লি
B. ইন্দোর
C. কলকাতা
D. মুম্বই

Ans.D. মুম্বই

68. হর্নবিল মহোৎসব কে রাজ্য মহোৎসব হিসেবে ঘোষণা করেছে কোন রাজ্য?
A. হিমাচল প্রদেশ
B. মধ্যে প্রদেশ
C. রাজস্থান
D. অরুণাচল প্রদেশ
Ans. D. অরুণাচল প্রদেশ

69. ন্যাটো এর ৩০ তম সদস্য রাষ্ট্র হয়েছে কোন দেশ?
A. সৌদিআরব
B. আফগানিস্তান
C. ম্যাসিডোনিয়া
D. ইরান
Ans. C. ম্যাসিডোনিয়া

70. সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সিওল শান্তি পুরস্কার প্রদান করেছে?
A. দক্ষিণ আফ্রিকা
B. জাপান
C. কাজাকিস্তান
D. দক্ষিণ কোরিয়া
Ans. D. দক্ষিণ কোরিয়া

71. ভারতে তৈরি প্রথম হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কোন দুটি স্টেশনের মধ্যে চলাচল করবে?
A. দিল্লি- আগ্রা
B. আগ্রা – বারাণসী
C. দিল্লি- মুম্বই
D. দিল্লি- বারানসি
Ans-D. দিল্লি- বারানসি

72. ISRO দ্বারা নির্মিত ৪০ তম উপগ্রহ ফ্রেন্স গুয়ানা এর ক্রু মহাকাশ স্টেশন থেকে লঞ্জ করা হয়েছে। এই উপগ্রহটির নাম কি ?
A. GSAT-31
B. IGSAT-32
C. GGSAT-31
D. GSAT-91
Ans. C. GGSAT-31

73. ICC ওয়ার্ল্ড কাপ ২০১৯ এ Golden Bat পুরস্কার কাকে প্রদান করা হয়েছে?
A. কেন উইলিয়ামসন
B. রোহিত শর্মা
C. মিচেল স্টার্ক
D. বেন স্টোক
Ans. B. রোহিত শর্মা (তিনি এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৪৮ রান করার জন্য এই পুরস্কার পান)

74. পুলওয়ামা জঙ্গি হামলার পর ভারত কত তারিখে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছিল?
A. ২৬ ফেব্রুয়ারী
B. ২৬ জানুয়ারী
C. ২২ ফেব্রুয়ারী
D. ২২ জানুয়ারী
Ans-A. ২৬ ফেব্রুয়ারী ২০১৯

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.