Current Affairs 2019 (January – June)

Current Affairs 2019 in Bengali

51. Khelo India Youth Game এর দ্বিতীয় সংস্করণে ওভারঅল চ্যাম্পিয়ন কোন রাজ্য?
A. গুজরাট
B. হিমাচল প্রদেশ
C. হরিয়ানা
D. মহারাষ্ট্র

Ans.D. মহারাষ্ট্র (এটি মহারাষ্ট্রের পুনে শহরে অনুষ্ঠিত হয়েছে)

52. 2020 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
A. বেজিং
B. ওয়াসিংটন ডিসি
C. লন্ডন
D. টোকিও
Ans. D. টোকিও

53. 2019 এ কোন পর্বতারোহীকে পদ্মভূষণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে?
A. লীলা শেঠ
B. বাচেন্দ্রি পাল
C. সংযুক্ত দাস
D. উপরের কেউই নন

Ans.B. বাচেন্দ্রি পাল

54. মহিলা বক্সিং টিমের কোচ কাকে নিযুক্ত করা হয়েছে?
A. ধর্মেন্দ্র সিং
B. মেরি কম
C. মোহাম্মদ আলি কুমার
D. শিব সিং
Ans. C. মোহাম্মদ আলি কুমার

55. চতুর্থ বারের মত বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে?
A. শেখ হাসিনা
B. এরশাদ
C. বেগম খালেদা জিয়া
D. রওশন এরশাদ
Ans. A. শেখ হাসিনা

56.সম্প্রতি বাংলাদেশের একজন প্রাক্তন সেনা শাসকের মৃত্যু হয়েছে। তার নাম কি?
A. জিয়াউর রহমান
B. শেখ কামাল
C. শেখ মুজিবর রহমান
D. হোসেন মোহাম্মদ এরশাদ
Ans. D. হোসেন মোহাম্মদ এরশাদ

57. ICC দ্বারা Test cricketer of the year 2018, পুরস্কার কাকে প্রদান করা হয়েছে?
A. বিরাট কোহলি
B. স্টিভ স্মিথ
C. কেন উইলিয়ামসন
D. হেনরি নিকোলাস
Ans-A. বিরাট কোহলি

58. ICC দ্বারা One Day cricketer of the year 2018, পুরস্কার কাকে প্রদান করা হয়েছে?
A. বিরাট কোহলি
B. স্টিভ স্মিথ
C. কেন উইলিয়ামসন
D. হেনরি নিকোলাস
Ans. A. বিরাট কোহলি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.