Current Affairs 2019 (January – June)

Current Affairs 2019 in Bengali

21. মরিশাসের প্রধানমন্ত্রীর নাম কি?
A. সিরিন সেনা
B. প্রবিন্দ যুগনাথ
C. দীনেশ সনৎ
D. উপরের কেউই নন

Ans. B. প্রবিন্দ যুগনাথ (মরিশাসের রাজধানীর নাম পোর্ট লুইস )

22. Train -18 এর নতুন নাম কি?
A. বন্দে মাতরম এক্সপ্রেস
B. বন্দে ভারত এক্সপ্রেস
C. নিউ ইন্ডিয়া এক্সপ্রেস
D. সুপার ১৮ এক্সপ্রেস
Ans. B. বন্দে ভারত এক্সপ্রেস ( এটি ভারতে তৈরি প্রথম ইঞ্জিন বিহীন ট্রেন যার গতি ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাকটরি তে তৈরি হয়েছে।

23. ২৬ জানুয়ারি ২০১৯ কততম প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠিত হল?
A. ৬৯
B. ৭২
C. ৬৮
D. ৭০
Ans. D. ৭০ তম

24. ২৬ জানুয়ারি ২০১৯ এর প্রজাতন্ত্র দিবস এর মূল থিম কি ছিল?
A. Life of Gandhi
B. New India
C. Nari Shakti
D. life of new India
Ans. A. Life of Gandhi

25. ২৬ জানুয়ারি ২০১৯ এর প্রজাতন্ত্র দিবসে প্রথম মহিলা হিসেবে বাইক স্টান্ট করেন কে?
A. ক্যাপ্টেন সুনীতি
B. ক্যাপ্টেন শিখা সুরভী
C. ক্যাপ্টেন বিনা
D. ক্যাপ্টেন দীপা শর্মা
Ans- B. ক্যাপ্টেন শিখা সুরভী

26. ২০১৮ সালের সেরা হিন্দি ওয়ার্ড হিসেবে কোন হিন্দি শব্দ অক্সফোর্ড ডিকশনারিতে যুক্ত হয়েছে?
A. নিউ ইন্ডিয়া
B. নারী শক্তি
C. বেটি বাঁচাও বেশি পড়াও
D. কোনটিই নয়

Ans. B. নারী শক্তি (Nari Shakti)

27. নতুন নেভি বিমানঘাঁটি INS _Kohassa কোথায় স্থাপিত হয়েছে?
A. উড়িষ্যা
B. কন্যাকুমারী
C. গুজরাট
D. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
Ans. D. আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

28. ২০১৯ সালে লাল কেল্লায় কার নাম মিউজিয়াম স্থাপিত হয়েছে?
A. নেতাজি সুভাষ চন্দ্র
B. গান্ধীজি
C. লাল বাহাদুর শাস্ত্রী
D. সর্দার বল্লভ ভাই পটেল
Ans- A. নেতাজি সুভাষ চন্দ্র

29. ইন্ডিয়ান নেভি ও কোস্ট গার্ডের মধ্যে ২৩ জানুয়ারি ২০১৯, প্রথম কোস্টাল ডিফেন্স এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে। এই এক্সারসাইজ এর নাম কি?
A. কোস্ট পাওয়ার
B. ইন্ডিয়ান কোস্ট পাওয়ার
C. সি ভিগিল
D. সি এমপাওয়ারমেন্ট
Ans. C. সি ভিগিল (Sea Vigil)

30. Vibrant Gujrat global Summit 2019 এর মূল থিম কি ছিল?
A. Shaping a New India
B. make in India
C. Make for India
D. Develope new India
Ans. A. Shaping a New India

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.