Current Affairs 2019 (January – June)
11. হেনলি পাসপোর্ট ইনডেক্স এ কোন দেশ শীর্ষ স্থান পেয়েছে ?
A. জাপান
B. লন্ডন
C. আমেরিকা
D. ভারত
12. হেনলি পাসপোর্ট ইনডেক্স এ ভারতের স্থান কততম ?
A. ৭৯ তম
B. ৭৮ তম
C. ১০৩ তম
D. ১৩৩ তম
13. প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী ভারতীয় সিনেমার সংগ্রহশালা কোথায় স্থাপনের জন্য উদ্বোধন করেছেন?
A. দিল্লি
B. ইন্দোর
C. বেঙ্গুলুরু
D. মুম্বাই
1 4.সম্প্রতি কতগুলি নতুন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির জন্য কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ ছাড়পত্র দিয়েছে?
A. ১৫
B. ১৬
C. ১৩
D. ১০
15. সম্প্রতি ভারত সরকার মহিলাদের মিলিটারি ও পুলিশে ভর্তির জন্য কত % সংরক্ষিত আসন রেখেছেন?
A. ২০%
B. ১৫%
C. ২৫%
D. ১০%
16.সম্প্রতি চাঁদের Darkside (দ্বিতীয়ার্ধে) এ কোন দেশ প্রথম মহাকাশযান সফলভাবে পাঠিয়েছে?
A. চীন
B. ভারত
C. রাশিয়া
D. আমেরিকা
17. সম্প্রতি প্রধানমন্ত্রী কোন রাজ্যে ১৫০০ কোটির বিকাশ যোজনার উদ্বোধন করেছেন?
A. উড়িষ্যা
B. উত্তরপ্রদেশ
C. গুজরাট
D. আসাম
18. সম্প্রতি সংসদে অর্থনৈতিকভাবে পিছিয়েপড়া (Economically Weaker Section) জেনারেল ক্যাটাগরির জনগোষ্ঠীর জন্য কত % সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা হয়েছে?
A. ১০%
B. ১৩%
C. ১৫%
D. ১৮%
19. ১৫ তম প্রবাসী ভারতীয় দিবস কোথায় অনুষ্টিত হয়েছে?
A. দিল্লি
B. সিমলা
C. বারাণসী
D. মুম্বাই
20. ১৫ তম প্রবাসী ভারতীয় দিবসে মুখ্য অতিথি হিসেবে কোন দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন?
A. মরিসাস
B. মালদ্বীপ
C. ভুটান
D. দুবাই