Current Affairs 2019 (January – June)

107. সিঙ্গাপুরের 2018 Ease of Doing Business(EDB) সূচকে Asia Competitiveness Institute (ACI) এর শীর্ষস্থান দখল করলো নিন্মলিখিত কোন ভারতীয় রাজ্য?
(A) মহারাষ্ট্র
(B) কেরল
(C) তামিলনাড়ু
(D) অন্ধ্রপ্রদেশ

Ans. (D) অন্ধ্রপ্রদেশ

108. নতুন ফিউজিটিভ ইকোনোমিক অফেন্ডার আইনের অধীনে Fugitive Economic Offender( FEO) হিসেবে ঘোষিত প্রথম ব্যক্তি কে ?
(A) নীরব মোদি
(B) দলিত মোদি
(C) বিজয় মালিয়া
(D) মেহুল চোকসি
Ans. (C) বিজয় মালিয়া

109. 2019 পুনেতে যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালিত হলো সেখানে নিন্মের কোন ছবিটি সবার উপরে প্রদর্শন করা হয়েছে ?
(A) The Accidental Prime Minister
(B) Black Roads
(C) Dumn Kids
(D) Untold Stories
Ans. (C) Dumn Kids

110. ভারত-মায়ানমার———– ত্রিপক্ষীয় মহাসড়ক ভারত এর ” Look East”-নীতির অধীনে নির্মাণাধীন একটি হাইওয়ে।
(A) থাইল্যান্ড
(B) মালয়েশিয়া
(C) ইন্দোনেশিয়া
(D) সিঙ্গাপুর
Ans. (A) থাইল্যান্ড( ভারত, মায়ানমার ও থাইল্যান্ড এর মধ্যে যে ত্রিপক্ষীয় মহাসড়ক নির্মাণাধীন তা ভারতের “Look East” নীতির অধীনে তৈরী হয়েছে)।

111. কোন সংস্থার প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সম্প্রতি অপ্রত্যাশিত ভাবে পদত্যাগ করেছেন?
(A) European Union
(B) International Monetary Found(IMF)
(C) New Development Bank
(D) World Bank
Ans. (D) World Bank এর প্রেসিডেন্ট ছিলেন।

112. ভারতীয় পার্লামেন্ট সম্প্রতি সংবিধান 124 (সংশোধন) বিল,2019 পাস করেছে। এটি কিসের জন্য উপলব্ধ করা হয়েছে?
(A) পশ্চাদপসরণ জাতির জন্য ভারতীয় কমিশনের সংবিধিবদ্ধ অবস্থা
(B) GST কাউন্সিলের সংস্কারের জন্য
(C) উচ্চ জাতির মধ্যে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সংরক্ষণ
(D) NJAC সাংবিধানিক অবস্থা
Ans. (C) উচ্চ জাতির মধ্যে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষের সংরক্ষণ

113. হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, কোন দেশ বিশ্বের শীর্ষস্থান ভ্রমণ-বান্ধব পাসপোর্ট হিসেবে শীর্ষস্থানটি ধরে রেখেছে?
(A) দক্ষিণ কোরিয়া
(B) জাপান
(C) ইংল্যান্ড
(D) ইতালি
Ans.(B) জাপান

114. Bank Pasargad, যেটি সম্প্রতি মুম্বাইতে তাদের শাখা খোলার জন্য ভারত সরকার থেকে অনুমতি পেলো। এটি কোন দেশের একটি প্রধান ব্যাংক?
(A) ভুটান
(B) নেপাল
(C) ইরান
(D) সেনেগাল
Ans. (C) ইরানের একটি প্রধান ব্যাংক।

115. জাতীয় মানবাধিকার কমিশনের সেক্রেটারি জেনারেল পদে সম্প্রতি কাকে নিয়োগ করা হলো?
(A) অভিষেক রানা
(B) অমিতাভ সেন
(C) বিজয় নন্দী
(D) জয়দীপ গোবিন্দ
Ans. (D) জয়দীপ গোবিন্দকে নিযুক্ত করা হয়েছে।

116. ঝাড়খন্ড সরকার সম্প্রতি “গ্লোবাল স্কিল সামিট”-2019 কোন শহরে সংগঠিত করেছে?
(A) দেওঘর
(B) ধানবাদ
(C) রাঁচি
(D) জামসেদপুর
Ans. (C) রাঁচি

117. কোন সরকার ” অটল সোলার পাম্প যোজনা”তে কৃষকদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে শস্য বিতরণের কথা ঘোষণা করেছে?
(A) পাঞ্জাব
(B) কেরল
(C) মহারাষ্ট্র
(D) মুম্বাই

Ans- (C) মহারাষ্ট্র সরকার(রাজ্যপাল সি.বিদ্যাসাগর রাও এবং মুখ্যমুন্ত্রী দেবেন্দ্র পদ্ম নবিশ)।

118. 2019 এ ” খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ” কোথায় অনুষ্ঠিত হলো?
(A) মহারাষ্ট্র
(B) পুনেতে
(D) দিল্লি
(D) কলকাতা
Ans- (B) পুনেতে ( সারা ভারতবর্ষ থেকে 18টি ইভেন্টে মোট 9000 খেলোয়াড় অংশগ্রহণ করেন। সবচে বেশি পদক লাভ করেন মহারাষ্ট্র সোনা 37টি। 2018তে সবেচেয়ে বেশি পদক লাভ করে ছোটো রাজ্য হরিয়ানা মোট 102টি)

119. 2018 তে ” Gandhi Peace Prize”- কে পেলেন?
(A) Akshaya Patra Foundation
(B) Shri Yohei Sasakawa
(C) Ekla Abhiyan Trust
(D) Rajib Gandhi Foundation
Ans- (B) Shri Yohei Sasakawa Foundation ( ভারত ও বিশ্বজুড়ে Leprosy রোগ নির্মূলের জন্য বিশেষ কর্মসূচি নেওয়ার জন্য এই পুরুস্কার পান)

120. কোন দেশ প্রাচীন হিন্দু ধর্মীয় স্থাপত্য ” Panj Tirath” কে জাতীয় হেরিটেজ সাইটের মর্যাদা দিল?
(A) ভারত
(B) শ্রীলঙ্কা
(C) বাংলাদেশ
(D) পাকিস্তান
Ans- (D) পাকিস্তান (1747 সালে আফগান রাজত্বকালে এই সাইটটা ক্ষতিগ্রস্থ হয়েছিল কিন্তু 1834 সালে শিখ শাসনকালে স্থানীয় হিন্দুদের দ্বারা এই পুনরুদ্ধার হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.