Current Affairs 2019 (January – June)

99. 2019 ইন্ডিয়ান প্যানোরোমা ফিল্ম ফেস্টিভ্যাল (IPFF) কোন শহরে অনুষ্ঠিত হবে?
(A) পানাজি
(B) পুনে
(C) নয়া দিল্লি
(D) হায়দ্রাবাদ

Ans.(C) নয়া দিল্লি

100. সি এইচ লোকনাথ, যিনি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন ভাষার একজন মঞ্চ ও চিত্র তারকা ছিলেন?
(A) কন্নড়
(B) তেলেগু
(C) পাঞ্জাবি
(D) উড়িয়া
Ans.(A) কন্নড় বা কান্নাড়া ভাষার

101. 2018 সালে Archaeological Survey of India (ASI) অনুসারে নিন্মলিখিত কোন স্মৃতি সৌধ গুলি জাতীয় গুরুত্বের স্মৃতি হিসেবে ঘোষণা করা হয়েছে?
(A) আগা খানের হাবেলি ( আগ্রা)
(B) নিমবানা বাউড়ি(রাজস্থান)
(C) পুরানো হাইকোর্ট বিল্ডিং ( নাগপুর)
(D) উপরের সবকটিই
Ans.(D) উপরের সবকটিই

102. পাকিস্তানের নতুন বিচারপতি হিসেবে সম্প্রতি কে শপথ গ্রহণ করলেন?
(A) জাভেদ খাজা
(B) আসিফ সায়েদ খোসা
(C) সুমনা হক মৌসুমী
(D) আনোয়ার হোসেন
Ans.(B) আসিফ সায়েদ খোসা

103. বিশ্বের প্রথম অ্যাম্পিউইটি মহিলার নাম কি, যিনি সম্প্রতি আন্টারটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিন্সেন্ট জয় করেছেন?
(A) রজনী নারায়ণ
(B) অরুনিমা সিনহা
(C) সুস্মিতা চন্দ্রিকা
(D) বৈষ্ণবী মালহোত্রা
Ans.(B) অরুনিমা সিনহা ( উত্তর প্রদেশে বাড়ি) অ্যাম্পিউইটি মানে যার হাত বা পা নেই)।

104. কায়গা বা কৈয়গা পাওয়ার স্টেশন যা সম্প্রতি 941 দিনের জন্য সবচেয়ে দীর্ঘস্থায়ী কার্যকারিতা রেকর্ড তৈরি করেছেন। এটি কোন রাজ্যে অবস্থিত?
(A) ঝাড়খন্ড
(B) উড়িষ্যা
(C) কর্নাটক
(D) ছত্রিশগড়
Ans.
(C) কর্নাটক

105. উত্তর পশ্চিম পাকিস্তানের প্রাদেশিক খাইবার পাখতুনখোয়া সরকার নিন্মলিখিত সাইট গুলির মধ্যে কোনটিকে “জাতীয় ঐতিহ্য”- হিসেবে ঘোষণা করেছে ?
(A) অম্বা মন্দির
(B) লাহোরী মন্দির
(C) তীলা মন্দির
(D) পঞ্চ তীর্থ
Ans.(D) পঞ্চ তীর্থকে জাতীয় ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে।

106. Nikshay Poshan Yojana(NPY), এটি………….. রোগীদের পুষ্টিকর সহায়তার একটি প্রকল্প?
(A) টিউবারকিউলেসিস
(B) মধুমেয়
(C) ক্যান্সার
(D) নিউমোনিয়া
Ans.(A) টিউবারকিউলেসিস ( টিবি রোগীদের একটি সহায়তা প্রকল্প)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.