Current Affairs 2019 (January – June)
Current Affairs 2019 in Bengali
83. বর্তমানে ভারতের অর্থ ব্যবস্থা বিশ্বের মধ্যে কততম?
(A) ৩য়
(B) পঞ্চম
(C) চতুর্থ
(D) ষষ্ঠ
84. প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন অনুযায়ী শ্রমিকরা মাসে কতটাকা পেনশন পাবেন?
(A) ৩০০০
(B) ২০০০
(C) ৬০০০
(D) ৪০০০
85. গো সম্পদ রক্ষা ও পালনের জন্য সরকার যে যোজনা চালু করেছে তার নাম কি?
(A) কৃষ্ণা গো সম্পদ যোজনা
(B) National Pet Yojona
(C) National Cattle yojona
(D) রাষ্ট্রীয় কামধেনু আয়োগ
86. দেশের সবচেয়ে লম্বা এলপিজি গ্যাস পাইপলাইন কোন দুটি স্থানের মধ্যে স্থাপিত হয়েছে?
(A) কান্দালা থেকে গোরখপুর
(B) দিল্লি থেকে যোধপুর
(C) গ্রীন বুক
(D) যোধপুর থেকে গোরখপুর
87.নিচের কোন দ্বীপটির নাম রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ?
A. রস দ্বীপ
B. হেভলক দ্বীপ
C. বারাটাং দ্বীপ
D. ভাইপার দ্বীপ
88. দেশের বৃহত্তম কয়লা উৎপাদক সংস্থা South Eastern Coalfield Ltd এর চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে?
A. অজয়ভূষণ পান্ডে
B. নাগেশ্বর রাও মহেশ আহমদ
D. অম্বিকা প্রসাদ পান্ডা
89. বলকান বর্ষসেরা ক্রীড়াবিদ ২০১৮ হিসেবে কাকে বেছে নেওয়া হয়েছে?
A. নোভাক জোকোভিচ
B. লুকা মদ্রিচ
C. সিমোনা হ্যালেপ
D. রিস্ট স্টোইসভ
90. নীল দ্বীপের নতুন নাম দেওয়া হয়েছে?
A. অটল দ্বীপ
B. হিন্দ দ্বীপ
C. শহীদ দ্বীপ
D. স্বরাজ দ্বীপ