কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

42. এবছর এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A.ভারত
B. চীন
C. দক্ষিন কোরিয়া
D. ইন্দোনেশিয়া

Ans-D. ইন্দোনেশিয়া (D. ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে। )

43. এবছর কোন ভারতীয় মহিলা বিশ্ব শুটিং প্রতিযোগিতায় সিঙ্গেল এবং ডাবলস দুটি বিভাগেই স্বর্ণ পদক জয় করেছেন?
A. মনু ভাস্কর
B. মিতালি ভাস্কর
C. তনি মিশ্র
D. উপরের কেউই নন
Ans-A. মনু ভাস্কর (হরিয়ানার কন্যা একাদশ শ্রেণীর ছাত্রী মনুভাস্কর মাত্র ১৬ বছর বয়সে মেক্সিকো তে অনুষ্ঠিত হওয়া ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে জয়ী হয়েছেন। )

44. BCCI এর ২০১৮ সালের দেওধর ট্রফি জিতেছে কোন টিম?
A. ইন্ডিয়া A
B. ইন্ডিয়া B
C. কর্ণাটক
D. টিম পাঞ্জাব
Ans-B. ইন্ডিয়া B (কর্ণাটককে হারিয়ে)

45. ভারত সরকার সম্প্রতি কি দিয়ে তৈরি জাতীয় পতাকা নিষিদ্ধ করেছেন?
A. কাগজ
B. প্লাস্টিক
C. ফাইবার
D. উপরের কোনটিই নয়
Ans-B. প্লাস্টিক

46. নিচের কাকে সিকিমের ব্র্যান্ড Ambasador হিসেবে ঘোষণা করা হয়েছে?
A. এ আর রহমান
B. অক্ষয় কুমার
C. রণবীর সিং
D. দীপিকা পাড়ুকোন
Ans-A. এ আর রহমান

47. নিচের কোন দেশটি ভারত ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক এর সাথে যুক্ত হওয়া প্রথম দেশ?
A. বাংলাদেশ
B. মালদ্বীপ
C. নেপাল
D. শ্রীলংকা
Ans-D. শ্রীলংকা

48. শীতকালীন অলিম্পিক ২০১৮ তে নিচের কোন দুটি দেশ একই পতাকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল?
A. উত্তর ও দক্ষিন কোরিয়া
B. নেদারল্যান্ড ও হংকং
C. নেপাল ও ভুটান
D. বাংলাদেশ ও মায়ানমার
Ans-A. উত্তর ও দক্ষিন কোরিয়া

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.