কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

37. 2018 সালে The Man Booker International Prize কাকে প্রদান করা হয়েছে?
A. Olga Tokarczuk
B. ডেভিড গ্রসমান
C. জেনিফার লোপেজ
D. হ্যান কাং

Ans- Olga Tokarczuk
( তার লেখা বই “ফ্লাইটস” এর জন্য এই পুরস্কার পেয়েছেন। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন Jennifer Croft। এজন্য পুরস্কারের ৫০০০ পাউন্ড অর্থ এদের দুজনের মধ্যে আধাআধি ভাগকরে দেওয়া হয়েছে )

38. অন্ধ্রপ্রদেশের কোন রেলস্টেশনটিকে শুধুমাত্র মহিলাদের দ্বারা সঞ্চালিত প্রথম রেল স্টেশন হিসেবে চালু করা হয়েছে?
A. হায়দ্রাবাদ
B. সেকেন্দ্রাবাদ
C. চন্দ্রগিরি
D. কোনটিই নয়
Ans-C. চন্দ্রগিরি

39. ফোর্বস ম্যাগাজিন এবছর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে কাকে প্রথম স্থান প্রদান করেছেন?
A. অনিল আম্বানি
B. মুকেশ আম্বানি
C. লক্ষ্মী মিত্তাল
D. আজিম প্রেমজি
Ans-B. মুকেশ আম্বানি

40. ফোর্বস ম্যাগাজিন অনুসারে ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম কি?
A. স্বাবিত্রী জিন্দাল
B. কিরণ মজুমদার
C. স্মিতা কৃষ্ণ -গোদরেজ
D. লীনা তেওয়ারি

Ans- A. স্বাবিত্রী জিন্দাল

41. এবছর কোন ভারতীয় মহিলা কুস্তিগীর এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় ভারতীয় হিসেবে প্রথমবার স্বর্ণপদক জয় করেছেন?
A. গীতা ফোগট
B. ববিতা ফোগট
C. নভজোৎ কর
D. উপরের কেউই নন
Ans-C. নভজোৎ কর (জাপানের মিয়া ইমাইকে পরাজিত করে )

42. এবছর এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A.ভারত
B. চীন
C. দক্ষিন কোরিয়া
D. ইন্দোনেশিয়া
Ans-D. ইন্দোনেশিয়া (D. ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাং শহরে। )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.