কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮
37. 2018 সালে The Man Booker International Prize কাকে প্রদান করা হয়েছে?
A. Olga Tokarczuk
B. ডেভিড গ্রসমান
C. জেনিফার লোপেজ
D. হ্যান কাং
38. অন্ধ্রপ্রদেশের কোন রেলস্টেশনটিকে শুধুমাত্র মহিলাদের দ্বারা সঞ্চালিত প্রথম রেল স্টেশন হিসেবে চালু করা হয়েছে?
A. হায়দ্রাবাদ
B. সেকেন্দ্রাবাদ
C. চন্দ্রগিরি
D. কোনটিই নয়
39. ফোর্বস ম্যাগাজিন এবছর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে কাকে প্রথম স্থান প্রদান করেছেন?
A. অনিল আম্বানি
B. মুকেশ আম্বানি
C. লক্ষ্মী মিত্তাল
D. আজিম প্রেমজি
40. ফোর্বস ম্যাগাজিন অনুসারে ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম কি?
A. স্বাবিত্রী জিন্দাল
B. কিরণ মজুমদার
C. স্মিতা কৃষ্ণ -গোদরেজ
D. লীনা তেওয়ারি
41. এবছর কোন ভারতীয় মহিলা কুস্তিগীর এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় ভারতীয় হিসেবে প্রথমবার স্বর্ণপদক জয় করেছেন?
A. গীতা ফোগট
B. ববিতা ফোগট
C. নভজোৎ কর
D. উপরের কেউই নন
42. এবছর এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
A.ভারত
B. চীন
C. দক্ষিন কোরিয়া
D. ইন্দোনেশিয়া