কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮
13. 2018 সালে কমনওয়েলথ গেম্স্ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
A. ইংল্যান্ড
B. অস্ট্রেলিয়া
C. কানাডা
D. চীন
14. কমনওয়েলথ গেম্স্ প্রথম কবে অনুষ্ঠিত হয়েছিল?
A. ১৯২৫ সালে
B. ১৯৩০ সালে
C. ১৯৩২ সালে
D. ১৯৩৫ সালে
15. পরবর্তী কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
A. বার্মিংহাম
B. সিডনি
C. হংকং
D. টোকিও
16. এবছর কমনওয়েলথ গেমসে সবচেয়ে বেশি পদক জিতেছে কোন দেশ?
A. ভারত
B. কানাডা
C. চীন
D. অস্ট্রেলিয়া
17. কমনওয়েলথ গেমসে নিচের কোন ভারতীয় মাত্র ১৫ বছর বয়সে ২৫ মিটার রেপিড ফায়ার পিস্তলে গোল্ড মেডেল জিতে ভারতের সবচেয়ে কম বয়সী শুটার হওয়ার নজির সৃষ্টি করেছেন?
A. তেজস্বীনি সাওয়ান্ত
B. অনিশ ভানওয়ালা
C. সঞ্জীব রাজপুত
D. সুমিত মালিক
18. সুমিত মালিক কোন খেলার সাথে যুক্ত?
A. কুস্তি
B. ব্যাডমিন্টন
C. হকি
D. শুটার