কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮

07. ভারতে ২০১৮ সালে জিএসটি দিবস কবে পালিত হয়েছে?
A. ১লা মে
B. ১লা জুন
C. ১লা জুলাই
D. ১লা এপ্রিল

Ans-C. ১লা জুলাই

08. ভারতে কবে প্রথম জিএসটি চালু হয়?
A. ২০১৪ সালে
B. ২০১৮ সালে
C. ২০১৬ সালে
D. ২০১৭ সালে
Ans-D. ২০১৭ সালের ১ লা জুলাই।

09. কে কে বিড়লা সংস্থা ২০১৮ সালে কোন সাহিত্যকারকে “বিহারি” পুরস্কার প্রদান করেছেন?
A. রজত শর্মা
B. বিজয় শর্মা
C. প্রকাশ কুমার
D. কুমার বিশ্বাস
Ans-B. বিজয় শর্মা

10. ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে নরেন্দ্র মোদীকে কততম স্থান প্রদান করেছেন?
A. ২ য়
B. প্রথম
C. সপ্তম
D. নবম
Ans-D. নবম।

11. 2018 সালে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন?
A. নিকোলাস মাদুরাই
B. হুগো চ্যাভেজ
C. রাফেল কেদ্রা
D. উপরের কেউই নন

Ans-A. নিকোলাস মাদুরাই

12. পৃথীর সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রীর নাম কি?
A. সলিক কেয়ূর
B. আজান মোহাম্মদ
C. নবী মোহাম্মদ
D. মহাথির মোহাম্মদ
Ans-D. মহাথির মোহাম্মদ (ইনি ২০১৮ সালে মে মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভ করেছেন। এনার বর্তমান বয়স ৯২ বছর

Current Affairs GK 2019 in Bengali

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.