কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮
07. ভারতে ২০১৮ সালে জিএসটি দিবস কবে পালিত হয়েছে?
A. ১লা মে
B. ১লা জুন
C. ১লা জুলাই
D. ১লা এপ্রিল
08. ভারতে কবে প্রথম জিএসটি চালু হয়?
A. ২০১৪ সালে
B. ২০১৮ সালে
C. ২০১৬ সালে
D. ২০১৭ সালে
09. কে কে বিড়লা সংস্থা ২০১৮ সালে কোন সাহিত্যকারকে “বিহারি” পুরস্কার প্রদান করেছেন?
A. রজত শর্মা
B. বিজয় শর্মা
C. প্রকাশ কুমার
D. কুমার বিশ্বাস
10. ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের মধ্যে নরেন্দ্র মোদীকে কততম স্থান প্রদান করেছেন?
A. ২ য়
B. প্রথম
C. সপ্তম
D. নবম
11. 2018 সালে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নির্বাচনে কে জয়ী হয়েছেন?
A. নিকোলাস মাদুরাই
B. হুগো চ্যাভেজ
C. রাফেল কেদ্রা
D. উপরের কেউই নন
12. পৃথীর সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রীর নাম কি?
A. সলিক কেয়ূর
B. আজান মোহাম্মদ
C. নবী মোহাম্মদ
D. মহাথির মোহাম্মদ