কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮
73. “A Brief History of Time” বইটির লেখক কে?
A. নরেন্দ্র ঝা
B. স্টিফেন হকিং
C. জন ম্যালকম
D. জয়রাম ঠাকুর
74. ভারত সরকার কুসুম (KUSUM) যোজনা চালু করেছে কি জন্য?
A. কৃষকদের যায় বাড়ানোর জন্য
B. বেকারদের কর্মোপযোগী শিক্ষা প্রদানের জন্য
C. গ্রামীণ ভারতে সৌরবিদ্যুতায়নের জন্য
D. মহিলাদের স্বনির্ভর করার জন্য
75. রেল কতৃপক্ষ নিচের কোন রেলস্টেশনের নাম পরিবর্তন করে বেনারস নাম রাখার পরিকল্পনা করছে?
A. ভারানস
B. মান্দুয়াডি
C. বীজপুর
D. উপরের কোনটিই নয়
76. ২০১৮ সালের ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ১০৫ তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
A. মনিপুর বিশ্ববিদ্যালয়ে
B. সিকিম বিশ্ববিদ্যালয়ে
C. এমিটি বিশ্ববিদ্যালয়ে
D. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে
77. ২০১৯ সালে ১৬ তম ইন্ডিয়ান সাইন্স কংগ্রেস কোথায় অনুষ্ঠিত হবে?
A. বর্কতউল্লা বিশ্ববিদ্যালয়ে
B. সিকিম বিশ্ববিদ্যালয়ে
C. এমিটি বিশ্ববিদ্যালয়ে
D. জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে
78. ভারতীয় রেল সম্প্রতি ভারতীয় রেলে ডাবল লাইন এবং বিদ্যুতায়নের জন্য ১২০ মিলিয়ন ডলার লোন নিয়েছে কোন ব্যাঙ্ক থেকে?
A. ওয়ার্ল্ড ব্যাঙ্ক
B. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
C. AIIB
D. ব্রেক্সিট ব্যাঙ্ক