কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮
67. মেলবোর্নে অনুষ্ঠিত হওয়া বিশ্ব জিমন্যাস্টিক প্রতিযোগিতায় মহিলা বিভাগে কোন ভারতীয় মহিলা ব্রোঞ্জ পদক জিতেছেন?
A. অরুণা সিং
B. দীপা কর্মকর
C. অরুণা বুদ্ধ রেড্ডি
D. ম্যারি কম
68. ভারতের কোন রাজ্যে ১৬৫০০ কোটি টাকা খরচে দুনিয়ার সবচেয়ে বড় সৌর পার্ক তৈরি করা হচ্ছে?
A. রাজস্থান
B. তামিলনাড়ু
C. কর্ণাটক
D. গুজরাট
69. “গ্লোবাল মিলিটারি ইনডেক্স” এর সূচকে ভারতের মিলিটারি বিশ্বের ১৩৩ টি শক্তিশালী দেশের মিলিটারিদের মধ্যে কততম স্থান অধিকার করেছে?
A. পঞ্চম
B. সপ্তম
C. দ্বিতীয়
D. চতুর্থ
70. গ্লোবাল হ্যাপিনেস ইনডেক্স অনুযায়ী বিশ্বের ১৮০ টি দেশের মধ্যে ভারতের স্থান কত?
A. ১০০
B. ১২১
C. ১৩৩
D. ১৫৫
71. প্রথম বার “Pritzker” পুরস্কার জিতেছেন কোন ভারতীয়?
A. কৃষ্ণা জোশি
B. বাল কৃষ্ণা দোষী
C. রজত সিং
D. অক্ষত দেশমুখ
72. ২৭ টম সুলতান আজলান শাহ কাপ জিতেছে কোন দেশ?
A. ভারত
B. পাকিস্তান
C. অস্ট্রেলিয়া
D. ইন্দোনেশিয়া