কারেন্ট অ্যাফেয়ার্স জিকে ২০১৮
Daily Current Affairs Quiz 2019 | Monthly Current Affairs Quiz 2018-2019 |
01. 2018 সালে কেরালায় নিম্নলিখিত কোন ভাইরাসের কারণে বহু মানুষের মৃত্যু হয়েছে?
A. নিপা ভাইরাস
B. ইবোলা ভাইরাস
C. HIV ভাইরাস
D. সোয়াইন Flu ভাইরাস
02. নিম্নলিখিত কোন সেনা জাহাজে করে ২০১৮ সালে প্রথম বার শুধু মাত্র ৬ জন ভারতীয় মহিলা নাবিক একত্রে বিশ্ব ভ্রমণ করেছেন?
A. INS তারিণী
B. INS বিক্রান্ত
C. INS কাবেরী
D. কোনটিই নয়
03. ভারতে এশিয়ার সবচেয়ে বড় সুড়ঙ্গ পথ তৈরির জন্য প্রধান মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের ১৯ শে মে জম্মু-কাশ্মীরে এর উদ্বোধন করেছেন। এই সুড়ঙ্গ পথের (tunnel) নাম কি?
A. পীর পঞ্জল টানেল
B. জজিলা টানেল
C. জওহর টানেল
D. কোনটিই নয়
04. কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
A. বি এস ইয়েদুরাপ্পা
B. HD দেবগৌড়া
C. HD হেগড়ে
D. HD কুমারস্বামী
05. ২০১৮ সালে বিধান সভা ভোটে কর্নাটকে সবচেয়ে বেশি বিধানসভা সিট্ পেয়েছে কোন রাজনৈতিক দল?
A. বিজেপি
B. কংগ্রেস
C. JD(S)
D. BSP
06. কর্ণাটকের বর্তমান রাজ্যপালের নাম কি?
A.কণিজ্যেতি রোসাইয়াহ
B. বাজুভাই বালা
C.হান্স রাজ্ ভরদ্বাজ
D.উপরের কেউই নন