Current Affairs of the Day: 14 September 2019

11. সম্প্রতি কোথায়” ANGAN” নামের International Conference অনুষ্ঠিত হলো?
(A) উড়িষ্যা
(B) নিউ দিল্লিতে
(C) হরিয়ানাতে
(D) ছত্রিশগড়ে

Ans- (B) নিউ দিল্লিতে (ANGAN এর সম্পূর্ণ নাম Augmenting Nature by Green Affordable New-habitat)।

12. Chainiz E- Commerce কোম্পানি ” Alibaba” এর চেয়ারম্যান পদ থেকে কে পদত্যাগ করলেন?
(A) চাং মাং
(B) ড্যানিয়েল ঝাং
(C) জ্যাক মা
(D) কিং জং

Ans- (C) জ্যাক মা (এর নতুন চেয়ারম্যান হলেন ড্যানিয়েল ঝাং। এটি প্রতিষ্ঠিত হয় 4th April 1999 সালে Hangzhou, china তে এবং এখানেই হেড কোয়ার্টার)।

13. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় দ্বিতীয় মাল্টি মডেল টার্মিনাল উদ্বোধন করলেন?
(A) উত্তরাখণ্ডে
(B) মণিপুরে
(C) অসমে
(D) ঝাড়খণ্ডে
Ans- (D) ঝাড়খণ্ডে ( বিভিন্ন দেশে কয়লা , পাথর , চিনি প্রভৃতি জিনিস আমদানি ও রপ্তানি করতে সুবিধা করবে এই টার্মিনাল)। ঝাড়খণ্ডের রাজধানী হল রাঁচি
Chief Minister: রাঘুবর দাশ। Governor: দ্রৌপদী মুর্মূ)।

14. “Savarkar Echoes from a Forgotten Past”- বইটির লেখক কে?
(A) বিক্রম সম্পত
(B) আমিন উল্লাহ
(C) বিক্রম রাঠোর
(D) ধীনেশ আগারওয়াল
Ans- (A) বিক্রম সম্পত ( ইনি হলেন ব্যাঙ্গালোরের একজন দিকপাল ঐতিহাসিক ও ইতিহাসবিদ)।

15. সম্প্রতি কে রাষ্ট্রীয় পশুরোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করলেন?
(A) পীযুষ গোয়েল
(B) হর্ষবর্ধন সিং
(C) নরেন্দ্র মোদী
(D) প্রিয়াঙ্কা চোপড়া
Ans- (C) নরেন্দ্র মোদী (এটি উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের মথুরাতে)।

16. সম্প্রতি কাকে “ফিট ইন্ডিয়া মুভমেন্ট”(Fit India Movement)- এর ব্র্যান্ড আম্বাসেডার বানানো হয়েছে?
(A) পি. ভি. সিন্ধুকে
(B) শিল্পা আগারওয়ালকে
(C) মাধুরী দীক্ষিতকে
(D) প্রিয়াঙ্কা চোপড়াকে
Ans- (B) শিল্পা আগারওয়ালকে (কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Fit India Movement এর লঞ্চ করেছিলেন দিল্লিতে তারই ব্যান্ড আম্বাসেডার করলেন শিল্পা আগারওয়ালকে)।

17. সম্প্রতি কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর Principal Secretary করা হল?
(A) অমিতাভ সেন
(B) নৃপেন্দ্র মিশ্র
(C) অলোক মিশ্র
(D) Dr. P.K. মিশ্র
Ans- (D) Dr. P.K. মিশ্র (Dr.প্রমোদ কুমার মিশ্র)। Appointment Committee of the Cabinet (ACC) এর Approve এ 11 ই সেপ্টেম্বর এইনাকে নিযুক্ত করা হয়েছে)।

18. DRDO দেশীয় প্রযুক্তিতে (MPATGM) Man Portable Antitank Guided Missile সফলভাবে উৎকক্ষেপন করলো কোথায়?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) সতীশ ধাওয়ানে
(C) মধ্যপ্রদেশে
(D) গুজরাটে
Ans- (A) অন্ধ্রপ্রদেশ ( অন্ধ্রপ্রদেশের কুরনুলে(Kurnool) পরীক্ষা করা হলো।
বর্তমানে DRDO হেড রয়েছেন Dr.G. Satheesh Reddy।এটি স্থাপিত হয় 1958 সালে। DRDO এর সম্পূর্ণ নাম Defence Research and Development Organisation)।

19. 40 তম “সরলা পুরস্কার” এর জন্য প্রখ্যাত কোন লেখককে বেছে নেওয়া হয়েছে?
(A) মানসী মালাকারকে
(B) প্রদীপ দাশকে
(C) মোহন গাদনায়ক
(D) রিতেশ তেওয়ারি
Ans- (B) প্রদীপ দাশকে (ইনি হলেন একজন খ্যাতনামা উড়িয়া লেখক। তার বিখ্যাত কাব্যগ্রন্থ “চারু চিবার o চরজ্যের”( Charu Chibar O Charjya) জন্য তার এই মর্যাদা প্রদান করা হবে সেই সঙ্গে নগদ 5 লক্ষ টাকাও পাবেন)।

20. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ” Swachhata Hi Seva (SHS) 2019″ লঞ্চ করলো?
(A) গোহাটিতে
(B) মথুরাতে
(C) বারাণসীতে
(D) দিসপুরে
Ans- (B) মথুরাতে (উত্তরপ্রদেশের মথুরাতে)। এক্ষেত্রে Special Focus দেওয়া হবে প্লাস্টিক Waste Awareness এবং Management এর উপর)।

Monthly Current Affairs  Daily Current Affairs 2019
Top GK Questions in BengaliRRB Previous Year Questions

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.