Current Affairs of the Day: 14 September 2019
Daily Current Affairs Questions and Answers 14 September in Bengali. Top current affairs of the day: 14 September 2019 in Bangla.
1. সম্প্রতি 25 তম ” Senior Women’s National Football Championship”- কোন রাজ্যে শুরু হয়েছে?
(A) হিমাচল প্রদেশে
(B) অরুণাচল প্রদেশে
(C) সিমিমে
(D) দেরাদুনে
2. সর্বশেষ ” Lancet Report”- অনুসারে কোন বছর থেকে” ম্যালেরিয়া” নির্মূল করা সম্ভব হবে?
(A) 2040
(B) 2060
(C) 2050
(D) 2030
3. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “Principal Advisor” কাকে নিযুক্ত করা হলো?
(A) পি.কে. সিনহাকে
(B) পি.কে. মিশ্রকে
(C) অজিত দাভোলকে
(D) মৈনাক সিঙ্গানিয়া
4. সম্প্রতি কোন প্রাণীকে সর্বকালের “বৃহত্তম উড়ন্ত” প্রাণী হিসাবে ঘোষণা করা হয়েছে?
(A) ড্রাগন ক্লাম্যাসকে
(B) পেগান ফ্লাইং
(C) ড্রাকোনকে
(D) ক্রিড্রাকন বোরিয়াসকে
5. ” Nepal Infrastructure Summit 2019″- কোথায় অনুষ্ঠিত হলো?
(A) ভারত
(B) নেপাল
(C) ভুটান
(D) বাংলাদেশ
6. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে(UAE) ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে দ্বিতীয় জায়েদের প্রথম শ্রেণীর অর্ডার দিয়ে সম্মানিত করা হয়েছে?
(A) যোগেশ বাঘেলকে
(B) শ্রীকুমার রঞ্জনকে
(C) নবদ্বীপ সিং সুরিকে
(D) দীপক হুন্ডাকে
7. সম্প্রতি IDBI ব্যাংক কোন সংস্থার সাথে মিলিত হয়ে ” Co-Branded Credit Card”- লঞ্চ করলো?
(A) GIC
(B) LIC
(C) Vodafone
(D) TATA
8. ইংল্যান্ডের কোন দুই কিংবদন্তি ক্রিকেটারকে “Knighthood” উপাধিতে ভূষিত করলো ইংল্যান্ডের সরকার?
(A) ইয়ান বোথাম ও নাসির হোসেনকে
(B) ফ্লিনটফ ও মার্কস ট্রেস কটিক্সকে
(C) জিওফ্রে বয়কট ও অ্যান্ড্রু ট্রসকে
(D) ডারেন গফ ও ম্যাথু হোগার্ডসকে
9. জাতিসংঘ কতৃক কতজন মহিলা পুলিশ কর্মকর্তাকে প্রশংসনীয় কাজের জন্য সম্মানিত করা হলো?
(A) 4 জনকে
(B) 5 জনকে
(C) 6 জনকে
(D) 7 জনকে
10. “মুখ্যমন্ত্রী ব্যাপারী” সমহিক নিজি দুর্ঘটনার বীমা যোজনা ও” মুখ্যমন্ত্রী কাসাতিপূর্তি ” বীমা যোজনা- নামে দুটি স্কিম চালু করলো কোন রাজ্য সরকার?
(A) হরিয়ানা
(B) মধ্যপ্রদেশ
(C) উত্তরপ্রদেশ
(D) ঝাড়খণ্ড
Pages: 1 2