Current Affairs of the Day: 13 September 2019
Daily Current Affairs Questions and Answers 13 September in Bengali. Top current affairs of the day: 13 September 2019 in Bangla.
1. ভারতের কোন রাজ্যে মহিলাদের জন্য”Global Trade Center”- খোলা হলো?
(A) তামিলনাডুতে
(B) কেরালাতে
(C) পাঞ্জাবে
(D) অন্ধ্রপ্রদেশে
2. ” Microsoft India”-এর Managing Director(MD) হিসেবে কে নিযুক্ত হলেন?
(A) রাজীব কুমার
(B) রতন মালিয়ে
(C) চেতন হুন্ডা
(D) আবির দত্ত
3. উপজাতি সম্প্রদায়ের প্রথম মহিলা পাইলট কে হলেন?
(A) রিতা টুডু
(B) অমৃতা সোরেন
(C) সবিতা কিস্কু
(D) অনুপ্রিয়া লাকরা
4. ভারতের প্রথম কোথায় “Helicopter Summit 2019”- অনুষ্ঠিত হল?
(A) ঝাড়খণ্ডে
(B) বিহারে
(C) উত্তরাখণ্ডে
(D) উত্তরপ্রদেশে
5. “Lancet Report”- অনুযায়ী ” Global Malaria Cases on 2017″ ভারতের স্থান কত?
(A) 10 th
(B) 12 th
(C) 4 th
(D) 5 th
6. “বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস” (World Suicide Prevention Day- (WSPD) কবে পালন করা হয়?
(A) 9 সেপ্টেম্বর
(B) 10 সেপ্টেম্বর
(C) 11 সেপ্টেম্বর
(D) 12 সেপ্টেম্বর
7. দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ Complex চালু করেছে কোন দেশ?
(A) কাজকিস্থান
(B) ইরান
(C) দক্ষিণ কোরিয়া
(D) ভিয়েতনাম
8. বদারু দত্তাত্রেয় কোথাকার রাজ্যপাল হিসাবে শপথ গ্রহণ করলেন?
(A) হিমাচল প্রদেশের
(B) হিমাচল প্রদেশের
(C) মেঘালয়ের
(D) নাগাল্যান্ডের
9. কোথাকার ট্রাফিক পুলিশ ট্রাফিক Update জানার জন্য Google এর সাথে Tie up করেছে?
(A) অন্ধ্রপ্রদেশর পুলিশ
(B) কেরালার পুলিশ
(C) গুরুগ্রামের পুলিশ
(D) মুনিপুরের পুলিশ
10. কাকে “Asia-Pacific – “Golf Hall of Farm” সম্মানে ভূষিত করা হবে?
(A) চেতন হোন্ডাকে
(B) পবন মুঞ্জালকে
(C) নীতিশ পান্ডেকে
(D) জগদীশ ভাই বল্লভকে
Monthly Current Affairs | Daily Current Affairs 2019 |
Top GK Questions in Bengali | RRB Previous Year Questions |
আমাদের টেলিগ্রাম Group জয়েন করুন https://t.me/gkbangla1