Current Affairs of the Day: 10 September 2019

Daily Current Affairs Questions in Bengali. Top current affairs of the day: 10 September 2019 in Bangla. 

1. সম্প্রতি মারা গেলেন বীরু কৃষণ তিনি কে ছিলেন?
(A) রাজনীতিবিদ
(B) অর্থনীতি বিদ
(C) অভিনেতা
(D) চিত্র শিল্পী

Ans- (C) অভিনেতা ( তিনি রাজা হিন্দুস্থানী, দুলে রাজা, আকেলে হাম আকেলে তুম প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন)।

2. PTI এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?
(A) নিতিন কুমার
(B) বিজয় কুমার চোপড়া
(C) ভিনীত জৈন
(D) আকাশ দেবগৌরা
Ans- (B) বিজয় কুমার চোপড়া ( PTI এর সম্পূর্ণ নাম হলো Press Trust of India. এর Vice chairman হলেন ভিনীত জৈন। এর হেড কোয়ার্টার নিউ দিল্লিতে। এটি স্থাপিত হয়েছিল 27 August 1947 সালে)।

3. ” Fortune Turner’s : The Quartet The Spun India To Glory “- বইটির লেখক কে ?
(A) আদিত্য ভূষণ
(B) শচীন বাজাজ
(C) অমৃত সেন
(D) A এবং B দুটোই
Ans- (D) A এবং B দুটোই ( এটি চারজন লিজেন্ড স্পিনারের উপরে লেখা এরা হলেন বিজয় কিসিং বেদী, ভাগবত চন্দ্র শেখর, এস ভেঙ্কট রমন এবং ইরাপল্লী প্রসন্ন)।

4. কোন Railway Station এ ভারতের মধ্যে প্রথম “Fun Zone”- স্থাপন করা হয়েছে?
(A) বিশাখাপত্তনমে
(B) রায়পুরে
(C) মুম্বাইতে
(D) জয়পুরে
Ans- (A) বিশাখাপত্তনমে

5. লে তে অনুষ্ঠিত “লাদাখ ম্যারাথনে” কটি দেশ অংশ গ্রহণ করেছে?
(A) 27 টি
(B) 25 টি
(C) 23 টি
(D) 32 টি
Ans- (B) 25 টি ( এটি ছিল অষ্টমতম সংস্করণ। এটি হলো বিশ্বের সবচেয়ে উচ্চতম ম্যারাথন প্লেস। সুমদ্র পৃষ্ঠ থেকে 11000 ফুট উচ্চতায় এটি অনুষ্ঠিত হয়। এখানে ফুল ম্যারাথন 42 km, হাফ ম্যারাথন 21km, এবং 7 km হলো লং রান)।

6. SLINEX সামুদ্রিক অনুশীলন ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হয়েছে?
(A) শ্রীলঙ্কার মধ্যে
(B) বাংলাদেশের মধ্যে
(C) আফগানিস্তানের মধ্যে
(D) নেপালের মধ্যে
Ans- (A) শ্রীলঙ্কার মধ্যে( ভারতের “নেভি ডে”পালন করা হয় 4th ডিসেম্বর। ভারতের বর্তমানে নৌ বাহিনীর প্রধান রয়েছেন এডমিরাল করমবীর সিং)।

7. “বিশ্ব সাক্ষরতা দিবস”- কবে পালন করা হয় ?
(A) 6 সেপ্টেম্বর
(B) 7 সেপ্টেম্বর
(C) 8 সেপ্টেম্বর
(D) 9 সেপ্টেম্বর
Ans- (C) 8 সেপ্টেম্বর ( এটি শুরু হয় 1976 সালের 8 ই সেপ্টেম্বর। ভারতে সাক্ষরতার হার 74.4%। ভারতের মধ্যে সবচেয়ে সাক্ষরতার হার বেশি কেরলে 93.91% এবং সবচেয়ে কম বিহার 63.8%)।

8. সম্প্রতি বিশ্ব ব্যাংক পর্যটন প্রকল্পের জন্য কোন রাজ্যকে 57 মিলিয়ন ডলার সাহায্য করবে বলে ঘোষণা করেছে?
(A) ঝাড়খন্ড
(B) বিহার
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ
Ans- (D) উত্তরপ্রদেশ ( বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় জুলাই 1945 সালে। এর হেড কোয়ার্টার ওয়াসিংটন ডি.সি। এর বর্তমান President হলেন ডেভিড মালপাস)।

9. কোন দেশে শুরু হতে যাচ্ছে 12 তম “IAAF World Championship”?
(A) জার্মানি
(B) বেজিং
(C) ডেনমার্কে
(D) দুবাইতে
Ans- (A) জার্মানিতে ( জার্মানির রাজধানীর নাম বার্লিন এবং মুদ্রার নাম ইউরো। জার্মানির বর্তমান President আছেন ফ্রাঙ্ক ওয়াল্টার)।

10. সম্প্রতি “Indian International Sea Food Show”- কোন রাজ্যে অনুষ্ঠিত হলো?
(A) বেঙ্গালুরুতে
(B) উড়িষ্যাতে
(C) কোচিতে
(D) দেরাদুনে
Ans- (C) কোচিতে

Read September 2019 full month current affairs.

Monthly Current Affairs  Daily Current Affairs 2019
Top GK Questions in BengaliRRB Previous Year Questions

আমাদের টেলিগ্রাম Group  জয়েন করুন https://t.me/gkbangla1

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.