11.ভুটানের মুদ্রার নাম কি?
(A) ভুটানি রুপে (B) আশরাফি (C) ডলার (D) নগুলট্রাম
Ans-(D) নগুলট্রাম (Bhutanese Ngultrum)। (ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। * ভুটানের মুদ্রা আর ভারতের মুদ্রার মান সমান। * ভুটানের মনিটারী অথোরিটির নাম হলো Royal Monetary Authority of Bhutan)।
Show Ans 12.ব্রুনাইয়ের মুদ্রার নাম কি? (A) ব্রুনাই (B) দিনার (C) ডলার (D) কিয়েন
Ans-(C) ডলার (Brunei Dollar) (ব্রুনাইয়ের রাজধানীর নাম হলো বন্দর সেরি বেগাওয়ান। * 1 Brunei Dollar Equals Indian 53.87 Rupee)।
Show Ans 13.কম্বোডিয়ার মুদ্রার নাম কি? (A) কিয়েট (B) দিনার (C) রিয়েল (D) কিয়েন
Ans-(C) রিয়েল (Combodian Riel) (কম্বোডিয়ার রাজধানীর নাম হলো নমপেন।* 1 Combodian Riel Equals to Indian 0.018 Rupee)।
Show Ans 14.লাওসের মুদ্রার নাম কি? (A) কিয়েট (B) কিপ (C) রিয়েল (D) কিয়েন (C) ডলার
Ans-(B) কিপ (Laotian Kip) (লাওসের রাজধানীর নাম হলো ভিয়েন তিয়েন। * 1 Laotian Kip Equals Indian 0.0083 Rupee)।
Show Ans 15.মালয়েশিয়ার মুদ্রার নাম কি? (A) কিয়েট (B) ডলার (C) রিংগিত (D) কিয়েন
Ans-(C) রিংগিত (Malaysia Ringgit) (মালয়েশিয়ার রাজধানীর নাম হলো কুয়ালালামপুর। * 1 Malaysia Ringgit Equals Indian 17.54 Rupee)।
Show Ans 16.সিঙ্গাপুরের মুদ্রার নাম কি? (A) দিনার (B) ডলার (C) সিঙ্গি (D) রিয়েল
Ans-(B) ডলার (Singapore Dollar) (সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর সিটি। * 1 Singapore Dollar Equals Indian 53.85 Rupee)।
Show Ans 17.কাজাখস্তানের মুদ্রার নাম কি? (A) সোম (B) পেসো (C) সিঙ্গি (D) টেঙ্গে
Ans-(D) টেঙ্গে (Kazakhstani Tenge) (কাজাখস্তানের রাজধানীর নাম হলো নূর-সুলতান। * কাজাখস্তানের Central Bank এর নাম হলো National Bank of Kazakhstan * 1 Kazakhstani Tenge Equals Indian 0.18 Rupee)।
Show Ans 18.ফিলিপাইনের মুদ্রার নাম কি? (A) সোম (B) পেসো (C) ওন (D) চুরঞ্জি
Ans-(B) পেসো (Philippine Peso) (ফিলিপাইনের রাজধানীর নাম হলো ম্যানিলা। * 1 Philippine Peso Equals Indian 1.52 Rupee)।
Show Ans 19.উজবেকিস্তানের মুদ্রার নাম কি? (A) উজবেকিস্তানি সোম (B) মানত (C) ওন (D) দিরাম
Ans-(A) উজবেকিস্তানি সোম (Uzbekistani So’m) (উজবেকিস্তানের রাজধানীর নাম হলো তাশখন্দ। * 1 Uzbekistani So’m Equals Indian 0.0073 Rupee)।
Show Ans 20.তুর্কমেনিস্তানের মুদ্রার নাম কি? (A) দিনার (B) মানত (C) ওন (D) দিরাম
Ans-(B) মানত (Turkmenistan Manat)। (তুর্কমেনিস্তানের রাজধানীর নাম হলো আশাখাবাদ। * 1 Turkmenistan Manat Equals Indian 21.38 Rupee)।
Show Ans