বিভিন্ন দেশের মুদ্রার নাম

111.জর্জিয়ার মুদ্রার নাম কি?
(A) লারি
(B) ক্রোনা
(C) লেভ
(D) লিরা

Ans-(A) লারি
(জর্জিয়ার রাজধানীর নাম হলো তিবিলিসি)।

112.আজারবাইজানের মুদ্রার নাম কি?
(A) ইউরো
(B) ক্রোনা
(C) লেভ
(D) মানাত

Ans-(D) মানাত
(আজারবাইজানের রাজধানীর নাম হলো বাকু)।

113.পোল্যান্ডের মুদ্রার নাম কি?
(A) ইউরো
(B) ক্রোনা
(C) জলোটি
(D) ডলার

Ans-(C) জলোটি
(পোল্যান্ডের রাজধানীর নাম হলো ওয়ারশ)।

114.সুইডেনের মুদ্রার নাম কি?
(A) ইউরো
(B) ক্রোনা
(C) লেভ
(D) ডলার

Ans-(B) ক্রোনা
(সুইডেনের রাজধানীর নাম হলো স্টকহোম)।

115.নরওয়ের মুদ্রার নাম কি?
(A) ইউরো
(B) ক্রোনা
(C) লেভ
(D) ক্রোন

Ans-(D) ক্রোন
(নরওয়ের রাজধানীর নাম হলো অসলো)।

116.ডেনমার্কের মুদ্রার নাম কি?
(A) ইউরো
(B) ডলার
(C) লেভ
(D) ক্রোন

Ans-(D) ক্রোন
(ডেনমার্কের রাজধানীর নাম হলো কোপেনহেগেন)।

117.বুলগেরিয়ার মুদ্রার কি?
(A) ইউরো
(B) ডলার
(C) লেভ
(D) শেকল

Ans-(C) লেভ
(বুলগেরিয়ার রাজধানীর নাম হলো সফিয়া)।

118.তুরস্কের মুদ্রার নাম কি?
(A) লিরা
(B) ডলার
(C) পেসো
(D) শেকল

Ans-(A) লিরা
(তুরস্কের রাজধানীর নাম হলো আঙ্কারা)।

119.বেলজিয়ামের মুদ্রার নাম কি?
(A) ইউরো
(B) ডলার
(C) পেসো
(D) শেকল

Ans-(A) ইউরো
(বেলজিয়ামের রাজধানীর নাম হলো ব্রাসেল্‌স।
* এখানে একটা জিনিস মনে রাখবে কারণ এই জায়গাটায় সব সময় ভুল হয় সেটা হল ব্রাজিলের রাজধানীর নাম ও বেলজিয়ামের রাজধানীর নাম। তাই আমি এখানে ব্রাজিলের রাজধানী আবারও বলে দিচ্ছি ব্রাসিলিয়া।আর বেলজিয়ামের রাজধানীর নাম হলো ব্রাসেল্‌স)।

120.জার্মানির মুদ্রার নাম কি?
(A) দিনার
(B) ইউরো
(C) রিয়াল
(D) দিরহাম

Ans-(B) ইউরো
(জার্মানির রাজধানীর নাম হলো বার্লিন)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.