ভারতীয় সংবিধানের গঠন, উৎস ও বৈশিষ্ট্য
41. ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে?
(A) কানাডা থেকে
(B) ব্রিটেন থেকে
(C) দক্ষিণ আফ্রিকা থেকে
(D) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
42. কে প্রস্তাবনাকে “Political Horoscope”- বলে মন্তব্য করেছেন?
(A) জওহরলাল নেহেরু
(B) K.M. মুন্সী
(C) দুর্গাদাস
(D) অস্টিন
43. কোন্ রাষ্ট্রের সংবিধান বা আইন থেকে ভারতীয় সংবিধানের “নির্দেশাত্বক নীতি”র ধারণাটি গৃহীত হয়েছে?
(A) ব্রিটেনের সংবিধান থেকে
(B) স্পেনের সংবিধান থেকে
(C) আয়ারল্যান্ডের সংবিধান থেকে
(D) সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে
44. প্রস্তাবনায় বর্ণিত স্বাধীনতা, সাম্য ও সৌভাতৃত্বের আদর্শ গুলি কোথা থেকে গৃহীত হয়েছে?
(A) আমেরিকার স্বাধীনতার যুদ্ধ থেকে
(B) রুশ বিপ্লব থেকে
(C) স্পেনের গৃহ যুদ্ধ থেকে
(D) ফরাসি বিপ্লব থেকে
45. ভারতীয় সংবিধানের উল্লেখিত “Residual Power’s” -এর ধারণা কোন্ দেশ থেকে সংগৃহীত হয়েছে?
(A) ব্রিটেন থেকে
(B) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
(C) কানাডা থেকে
(D) দক্ষিণ আফ্রিকা থেকে
46. কোন্ দেশের অনুকরণে ভারতীয় শাসনতন্ত্রে “পার্লামেন্টারি শাসন ব্যবস্থা”র রূপায়ণ ঘটেছে?
(A) সুইডেনের অনুকরণে
(B) ফ্রান্সের অনুকরণে
(C) ব্রিটেনের অনুকরণে
(D) ইতালির অনুকরণে
47. ভরতীয় সংবিধানে আলোচিত “রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি”টি কোন্ দেশের সংবিধান থেকে গৃহীত?
(A) জার্মানি থেকে
(B) মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
(C) গ্রেট ব্রিটেন থেকে
(D) আয়ারল্যান্ডের থেকে
48. ভারতীয় সংবিধানে বর্ণিত “সংবিধান সংশোধন পদ্ধতি”টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?
(A) কানাডা থেকে
(B) দক্ষিণ আফ্রিকা থেকে
(C) চীন থেকে
(D) সুইজারল্যান্ডের থেকে
49. ভারতীয় সংবিধানে উল্লেখিত লোকপালের ধারণাটি কোন্ দেশের সংবিধান গৃহীত?
(A) সুইজারল্যান্ডের থেকে
(B) কানাডা থেকে
(C) জার্মানির থেকে
(D) সুইডেন থেকে
50. প্রস্তাবনায় উল্লিখিত যে রাষ্ট্র ব্যবস্থা ভারতীয়দের ভোটাবধিকার প্রদান করে, সেটি হলো-
(A) গণতন্ত্র
(B) প্রজাতন্ত্র/সাধারণতন্ত্র
(C) ধর্মনিরপেক্ষ
(D) সমাজতন্ত্র