ভারতীয় সংবিধানের গঠন, উৎস ও বৈশিষ্ট্য
11. ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে?
(A) নেদারল্যান্ডসের অনুকরণে
(B) নিউজিল্যান্ডের অনুকরণে
(C) আয়ারল্যান্ডের অনুকরণে
(D) ইংল্যান্ডের অনুকরণে
12. সাম্প্রতিককালে ভারতবর্ষের বিচার-সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয় “জনস্বার্থ মামলা”-র ধারণাটি কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত?
(A) কানাডার
(B) ব্রিটেনের
(C) দক্ষিণ আফ্রিকার
(D) সুইডেনের
13. ভারতীয় সংবিধানে বর্ণিত “পাবলিক অ্যাকাউন্টস্ কমিটি”-র ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(A) পাকিস্তানের
(B) সোভিয়েত রাশিয়ার
(C) নিউজিল্যান্ডের
(D) গ্রেট ব্রিটেনের
14. শক্তিশালী কেন্দ্র-সহ যুক্তরাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামোর ধারণাটি যে দেশের সংবিধান অনুসরণে গৃহীত হয়েছে-
(A) কানাডার
(B) মার্কিন যুক্তরাষ্ট্রের
(C) নেপালের
(D) সুইজারল্যান্ডের
15. ভারতীয় গণতন্ত্রের প্রকৃতিটি হল-
(A) রাষ্ট্রপতিপ্রধান সরকার
(B) একদলীয় ও সংসদীয়
(C) বহুদলীয় ও সংসদীয়
(D) দ্বি-দলীয় ও সংসদীয়
16. বিশ্বের সবচেয়ে বড়, লিখিত এবং জটিল সংবিধান কোন দেশের?
(A) জাপানের
(B) ভারতের
(C) জার্মানির
(D) আফগানিস্তানের
17. ভারতীয় সংবিধানে বর্ণিত “জরুরি অবস্থা” (Emergency Provisions)-র ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
(A) সুইজারল্যান্ডের
(B) কানাডার
(C) জার্মানির
(D) গ্রেট ব্রিটেনের
18. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুসারে সংবিধানের উৎস হল-
(A) সুপ্রিম এবং হাইকোর্টের প্রধান বিচারপতি
(B) গণপরিষদের সভাপতি
(C) সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সদস্যগণ
(D) ভারতবর্ষের জনগণ
19. ভারতীয় সংবিধানের কোন্ অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়?
(A) প্রস্তাবনা
(B) সরকারি ভাষা
(C) নাগরিকতা
(D) রাজনৈতিক দল
20. “কেশবানন্দ ভারতী বনাম করল রাজ্য মামলা”- কত সালে হয়েছিল?
(A) 1993 সালে
(B) 1976 সালে
(C) 1973 সালে
(D) 2002 সালে