ভারতীয় সংবিধানের প্রশ্ন ( গণপরিষদ )
31. কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়?
(A) 1940 সালের মে মাসে
(B) 1946 সালের মার্চ মাসে
(C) 1935 সালের জুলাই মাসে
(D) 1946 সালের আগস্ট মাসে
32. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন?
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) চক্রবর্তী রাজা গোপালাচারী
(C) দাদাভাই নৌরোজি
(D) গোপাল কৃষ্ণ গোখলে
33. অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস-প্রেসিডেন্ট কে ছিলেন?
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) জওহরলাল নেহেরু
(C) চক্রবর্তী রাজা গোপালাচারী
(D) গোপাল কৃষ্ণ গোখলে
34. স্বাধীনতার পর ভারতে জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
(A) গোপাল কৃষ্ণ গোখলে
(B) দাদাভাই নৌরোজি
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) খান আব্দুল গফ্ফার খান
35. কোন বড়োলাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সকরার গঠিত হয়?
(A) লর্ড ওয়াভেলের
(B) লর্ড লিনলিথগোর
(C) লর্ড হেস্টিংসের
(D) স্যার জন সাইমনের
36. কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে?
(A) 1927 সালে
(B) 1946 সালে
(C) 1944 সালে
(D) 1945 সালে
37. মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা হয়-
(A) 389 জন
(B) 299 জন
(C) 329 জন
(D) 359 জন
38. সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়?
(A) 1944 সালে
(B) 1945 সালে
(C) 1947 সালে
(D) 1943 সালে
39. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
(A) জর্জ ওয়াসিংটন
(B) ক্রিমেন্ট এটলি
(C) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(D) উইলস্টোন চার্চিল
40. গণপরিষদের প্রথম সভায় সদস্যসরূপ উপস্থিত ছিলেন-
(A) 207 জন
(B) 444 জন
(C) 389 জন
(D) 292 জন