ভারতীয় সংবিধানের প্রশ্ন ( গণপরিষদ )

21. “ক্রিপস প্রস্তাবকে “A Post-dated Cheque on a Crashing Bank”(পতনশীল ব্যাংকের উপর ভবিষ্যৎ তারিখে একটি চেকের সামিল)-বলে উল্লেখ করেন কে?
(A) নেতাজী সুভাষ চন্দ্র বসু
(B) পন্ডিত জওহরলাল নেহেরু
(C) M.N. রায়
(D) মহাত্মা গান্ধী

Ans- (D) মহাত্মা গান্ধী

22. কত সালে ওয়াভেল পরিকল্পনা” ঘোষিত হয়?
(A) 1944 সালের জুন মাসে
(B) 1945 সালের জুন মাসে
(C) 1946 সালের সেপ্টেম্বর মাসে
(D) 1942 সালের নভেম্বর মাসে
Ans- (B) 1945 সালের জুন মাসে

23. “ক্রিপস মিশন” কত সালে ভারতে আসে?
(A) 1942 সালে
(B) 1943 সালে
(C) 1944 সালে
(D) 1945 সালে
Ans- (A) 1942 সালে (মার্চ মাসে)

24. 1949 সালের 26 শে নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে কার্যকরী হয়-
(A) নির্বাচনী প্রথা
(B) কার্যনির্বাহী সংসদ
(C) নাগরিকতা-সংক্রান্ত বিধিব্যবস্থা
(D) উপরের সবগুলিই
Ans- (D) উপরের সবগুলিই

25. “আগস্ট অফার” -প্রকাশিত হয় কবে?
(A) 1940 সালে
(B) 1941 সালে
(C) 1942 সালে
(D) 1929 সালে
Ans- (A) 1940 সালে
(1940 সালের আগস্ট মাসে তৎকালীন ভাইসরয় লিনলিথগো “আগস্ট প্রস্তাব বা অফার”- ঘোষণা করেন)।

26. যে কংগ্রেস সভাপতি 1942 সালে “ক্রিপস এবং সিমলা কনফারেন্সে”- ওয়াভেলের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলেন, তিন হলেন-
(A) চক্রবর্তী রাজা গোপালাচারী
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) জওহরলাল নেহেরু
(D) ডঃ রাজেন্দ্র প্রসাদ
Ans- (B) মৌলানা আবুল কালাম আজাদ

27. গণপরিষদে কত জন মহিলা সদস্য ছিলেন?
(A) 9 জন
(B) 11 জন
(C) 10 জন
(D) 12 জন
Ans- (A) 9 জন

28. “নেহেরু রিপোর্ট কমিটি “(1928)-তে লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন কে?
(A) পট্টভি সীতারামাইয়া
(B) বাল গঙ্গাধর তিলক
(C) তেজ বাহাদুর সপ্রু
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
Ans- (C) তেজ বাহাদুর সপ্রু

29. কোন কমিটির সুপারিশে গণপরিষদ গঠিত হয়?
(A) আগস্ট ঘোষণার মাধ্যমে
(B) ওয়াভেল পরিকল্পনার মাধ্যমে
(C) ক্যাবিনেট মিশনের সুপারিশে
(D) সাইমন কমিশনের সুপারিশে
Ans-(C) ক্যাবিনেট মিশনের সুপারিশে (1946)

30. ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?
(A) রাসবিহারী বসু
(B) আচার্য্য জে.বি. কৃপালিনী
(C) অ্যানি ব্যাসান্ত
(D) জওহরলাল নেহেরু
Ans-(B) আচার্য্য জে.বি. কৃপালিনী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.