ভারতীয় সংবিধানের প্রশ্ন ( গণপরিষদ )
11. নিন্মলিখিত কার প্রতিবেদনে “যুক্তরাষ্ট্রীয়” ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়?
(A) মতিলাল নেহেরু
(B) জওহরলাল নেহেরু
(C) কমলা নেহেরু
(D) ডঃ রাজেন্দ্র প্রসাদ
12. ভারতীয় গণপরিষদের “Constitutional Advisor” (সাংবিধানিক পরামর্শদাতা)- হিসেবে কে নিয়যুক্ত হন?
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) বি.এন. রাও
(C) সচ্চিদানন্দ সিনহা
(D) জওহরলাল নেহেরু
13. গণপরিষদের প্রথম সভার “কার্যনির্বাহী সভাপতি”-পদে ডঃ সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) M.K. মুন্সী
(C) জে. বি. কৃপালিনী
(D) জওহরলাল নেহেরু
14. গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়?
(A) 1950 সালের 26 শে নভেম্বর
(B) 1947 সালের 15 ই আগস্ট
(C) 1947 সালের 22 শে জানুয়ারি
(D) 1947 সালের 22 শে জুলাই
15. কবে গণপরিষদ সর্বপ্রথম “ডোমিনিয়ন পার্লামেন্ট “-হিসেবে কাজ শুরু করবে
(A) 1950 সালের 26 শে নভেম্বর
(B) 1947 সালের 26 শে সেপ্টেম্বর
(C) 1947 সালের 22 শে জানুয়ারি
(D) 1949 সালের 26 শে জানুয়ারি
16. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল?
(A) 4 জন
(B) 6 জন
(C) 7 জন
(D) 8 জন
17. গণপরিষদের প্রথম অধিবেশনে কে “উদ্দেশ্যমূলক প্রস্তাব” (Objective Resolution)- টি উত্থাপন করেছিলেন?
(A) পন্ডিত জওহরলাল নেহেরু
(B) ডঃ সচ্চিদানন্দ সিনহা
(C) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
18. কোন পদ্ধতির দ্বারা গণপরিষদে সিদ্ধান্ত গৃহীত হতো?
(A) সর্বসম্মতিক্রমে
(B) সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
(C) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
(D) All of the above
19. “ভারতবন্ধু”-নামে পরিচিত ছিলেন কে?
(A) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(B) ক্লিমেন্ট এটলি
(C) লর্ড মাউন্টব্যাটেন
(D) লর্ড কার্জন
20. গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন কে?
(A) আইভার জেনিংস
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) মহাম্মদ আলী জিন্না
(D) ডঃ বি.আর. আম্বেদকর