ভারতীয় সংবিধানের প্রশ্ন ( গণপরিষদ )

11. নিন্মলিখিত কার প্রতিবেদনে “যুক্তরাষ্ট্রীয়” ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়?
(A) মতিলাল নেহেরু
(B) জওহরলাল নেহেরু
(C) কমলা নেহেরু
(D) ডঃ রাজেন্দ্র প্রসাদ

Ans- (A) মতিলাল নেহেরু

12. ভারতীয় গণপরিষদের “Constitutional Advisor” (সাংবিধানিক পরামর্শদাতা)- হিসেবে কে নিয়যুক্ত হন?
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) বি.এন. রাও
(C) সচ্চিদানন্দ সিনহা
(D) জওহরলাল নেহেরু
Ans- (B) বি.এন. রাও

13. গণপরিষদের প্রথম সভার “কার্যনির্বাহী সভাপতি”-পদে ডঃ সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) M.K. মুন্সী
(C) জে. বি. কৃপালিনী
(D) জওহরলাল নেহেরু
Ans-(C) জে. বি. কৃপালিনী

14. গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়?
(A) 1950 সালের 26 শে নভেম্বর
(B) 1947 সালের 15 ই আগস্ট
(C) 1947 সালের 22 শে জানুয়ারি
(D) 1947 সালের 22 শে জুলাই
Ans- (D) 1947 সালের 22 শে জুলাই

15. কবে গণপরিষদ সর্বপ্রথম “ডোমিনিয়ন পার্লামেন্ট “-হিসেবে কাজ শুরু করবে
(A) 1950 সালের 26 শে নভেম্বর
(B) 1947 সালের 26 শে সেপ্টেম্বর
(C) 1947 সালের 22 শে জানুয়ারি
(D) 1949 সালের 26 শে জানুয়ারি
Ans- (D) 1949 সালের 26 শে জানুয়ারি

16. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল?
(A) 4 জন
(B) 6 জন
(C) 7 জন
(D) 8 জন
Ans- (C) 7 জন

17. গণপরিষদের প্রথম অধিবেশনে কে “উদ্দেশ্যমূলক প্রস্তাব” (Objective Resolution)- টি উত্থাপন করেছিলেন?
(A) পন্ডিত জওহরলাল নেহেরু
(B) ডঃ সচ্চিদানন্দ সিনহা
(C) ডঃ রাজেন্দ্র প্রসাদ
(D) সর্দার বল্লভভাই প্যাটেল
Ans- (A) পন্ডিত জওহরলাল নেহেরু

18. কোন পদ্ধতির দ্বারা গণপরিষদে সিদ্ধান্ত গৃহীত হতো?
(A) সর্বসম্মতিক্রমে
(B) সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
(C) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
(D) All of the above
Ans- (A) সর্বসম্মতিক্রমে

19. “ভারতবন্ধু”-নামে পরিচিত ছিলেন কে?
(A) স্যার স্ট্যাফোর্ড ক্রিপস
(B) ক্লিমেন্ট এটলি
(C) লর্ড মাউন্টব্যাটেন
(D) লর্ড কার্জন
Ans- (B) ক্লিমেন্ট এটলি

20. গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন কে?
(A) আইভার জেনিংস
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) মহাম্মদ আলী জিন্না
(D) ডঃ বি.আর. আম্বেদকর
Ans- (D) ডঃ বি.আর. আম্বেদকর

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.