নদীর তীরে অবস্থিত ভারতের বিভিন্ন শহর

21. কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
(A) বুড়িগঙ্গা
(B) বিতস্তা
(C) হুগলী
(D) নর্মদা

Ans- (C) হুগলী (গঙ্গা)
(কলকাতা শহরটি পশ্চিমবঙ্গের রাজধানী)।

22.নিউ দিল্লী কোন নদীর তীরে অবস্থিত?
(A) যমুনা
(B) বিতস্তা
(C) রাভি
(D) ইরাবতী

Ans- (A) যমুনা
(নিউ দিল্লী শহরটি ভারতের রাজধানী দিল্লীতে অবস্থিত।দিল্লী একটি কেন্দ্রশাসিত অঞ্চল)।

23.ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত?
(A) যমুনা
(B) বিতস্তা
(C) ঝিলম
(D) শতদ্রু

Ans- (D) শতদ্রু
(ফিরোজপুর শহরটি পাঞ্জাবে অবস্থিত)।

24.রাউলকেল্লা কোন নদীর তীরে অবস্থিত?
(A) যমুনা
(B) ব্রাম্মনী
(C) ঝিলম
(D) বুড়িগঙ্গা

Ans- (B) ব্রাম্মনী
(রাউলকেল্লা শহরটি উড়িষ্যাতে অবস্থিত)।

25.ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) যমুনা
(B) বিতস্তা
(C) ব্রম্মপুত্র
(D) শতদ্রু

Ans- (C) ব্রম্মপুত্র
(ডিব্রুগড় শহরটি অসমে অবস্থিত)।

26.গুয়াহাটি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) কংসাবতী
(B) বিতস্তা
(C) ব্রম্মপুত্র
(D) শতদ্রু

Ans- (C) ব্রম্মপুত্র
(গুয়াহাটি শহরটি অসমে অবস্থিত)।

27.হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত?
(A) কংসাবতী
(B) গঙ্গা
(C) ঝিলম
(D) শতদ্রু

Ans- (B) গঙ্গা
(হরিদ্বার শহরটি উত্তরাখণ্ডে অবস্থিত)।

28.কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
(A) নর্মদা
(B) চন্দ্রভাগা
(C) ব্রাম্মনী
(D) মহানদী

Ans- (D) মহানদী
(কটক শহরটি উড়িষ্যাতে অবস্থিত)।

29.বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত?
(A) অলকানন্দা
(B) চন্দ্রভাগা
(C) ব্রাম্মনী
(D) মহানন্দা

Ans- (A) অলকানন্দা (গঙ্গা)
(বদ্রীনাথ শহরটি উত্তরাখণ্ডে অবস্থিত)।

30.সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত?
(A) চম্বল
(B) চেনাব
(C) ব্রাম্মনী
(D) মহানদী

Ans- (D) মহানদী
(সম্বলপুর শহরটি উড়িষ্যাতে অবস্থিত)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.