রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
41. হজম বা ডাইজেশনে Problem হলে ঘরোয়া পদ্ধতিতে আমরা নিন্মের কোনটি ব্যবহার করি?
(A) ভিনিগার
(B) লেমন জুস
(C) বেকিং সোডা
(D) কস্টিক সোডা
42. নিন্মের কোন pH Value -এর ক্ষেত্রে হাইড্রোনিয়াম আয়ন কন্সেন্ট্রেশন সব থেকে বেশি?
(A) 5
(B) 12
(C) 4
(D) 2
43. মিল্ক অফ ম্যাগনেসিয়ামের pH Value কত?
(A) 4
(B) 7.5
(C) 10.5
(D) 14
44. দূর্বল ক্ষারের pH Value নিন্মের কোনটি?
(A) 7.1 to 10
(B) 11 to 14
(C) 2 to 6
(D) None
45. প্রবল ক্ষারের ক্ষেত্রে ইউনিভার্সাল যে বর্ণের দেখা যায়?
(A) গাঢ় লাল (Deep Red)
(B) সবুজ (Green)
(C) বেগুনী (Violet)
(D) হলুদ (Yellow)
46. মানুষের পাকিস্থলীতে অবস্থিত হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH Value কত?
(A) 10
(B) 9
(C) 1.4
(D) 4
47. মিল্ক অফ ম্যাগনেসিয়ামের মধ্যে নিন্মের কোনটি থাকে?
(A) ম্যাগনেসিয়াম ডাই-অক্সাইড
(B) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
(C) জিঙ্ক সালফেট
(D) লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড
48. দাঁতের ক্ষয় শুরু হয় যখন মুখের pH Value কমে যায়–
(A) 9 এর থেকে কমে যায় (<9)
(B) 5.5 এর থেকে কমে যায় (<5.5)
(C) 5 এর থেকে কমে যায় (<5)
(D) 2 এর থেকে কমে যায় (<2)
49. মুখের অ্যাসিডিটি দাঁতের এনামেল নষ্ট করে।এগুলি কি দিয়ে তৈরি হয়?
(A) ক্যালসিয়াম ফসফেট দিয়ে
(B) ক্যালসিয়াম সালফেট দিয়ে
(C) ক্যালসিয়াম অক্সাইড দিয়ে
(D) ক্যালসিয়াম কার্বনেট দিয়ে
50. ফটকিরি/ফিটকিরি হলো একটি-
(A) শমিত লবণ বা প্রশম লবণ (Normal Salt)
(B) ক্ষারীয় লবণ (Basic Salt)
(C) দ্বিধাতব লবণ (Double Salt)
(D) মিশ্র লবণ (Mixed Salt)