রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
31. নীচের কোনটি সত্য?
(A) সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে লিটমাস নীল বর্ণ ধারণ করে
(B) মিথাইল অরেঞ্জ অ্যাসিডে লাল বর্ণ ধারণ করে
(C) ফেনোফথ্যালিন অ্যাসিডে দ্রবণে বর্ণহীন থাকে।
(D) উপরের সবকটি সত্য
32. ফেনোফথ্যালিনের প্রকৃত রঙ কি?
(A) বর্ণহীন
(B) কালো
(C) গোলাপী
(D) লাল
33. নীচের কোনটি সত্য?
(A) কার্বনিক অ্যাসিড একটি খনিজ অ্যাসিড
(B) নাইট্রিক অ্যাসিড একটি খনিজ অ্যাসিড
(C) কার্বনিক অ্যাসিড একটি দূর্বল খনিজ অ্যাসিড
(D) সবকটি সত্য
34. নীচের কোনটি ভিনিগারে পাওয়া যায়?
(A) প্রোপানয়িক অ্যাসিড
(B) ইথানয়িক অ্যাসিড
(C) টাটারিক অ্যাসিড
(D) None
35. 10ml সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণ রূপে প্রশমিত করতে 8ml হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়।যদি আমরা 20ml সোডিয়াম হাইড্রোক্সাইড নেই তাহলে তাকে প্রশমিত করতে কতটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হবে?
(A) 4ml
(B) 8ml
(C) 12ml
(D) 16ml
36. বিশুদ্ধ জল তড়িৎ পরিবহণ করে না।কেনো?
(A) কোনো ইলেকট্রন নেই তাই
(B) কোনো হাইড্রোনিয়াম আয়ন নেই তাই
(C) কোনো আয়ন নেই তাই
(D) কোনো নেগেটিভ আয়ন নেই তাই
37. গ্যালভানাইজেশন পদ্ধতির আগে স্টিল থেকে অক্সিডাইস বা অক্সাইড ফিল্ম Remove করার জন্য কোন অ্যাসিডকে ব্যবহার করা হয়?
(A) নাইট্রিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) কার্বনিক অ্যাসিড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
38. অ্যামোনিয়া সালফেট তৈরি করতে কোন অ্যাসিড লাগে?
(A) নাইট্রিক অ্যাসিড
(B) সালফিউরিক অ্যাসিড
(C) কার্বনিক অ্যাসিড
(D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
39. সালফিউরিক অ্যাসিড হলো একটি-
(A) Monobasic Acid
(B) Dibasic Acid
(C) Tribasic Acid
(D) None
40. একটি এক ক্ষারীয় অ্যাসিডের Example কি?
(A) ফরমিক অ্যাসিড (HCOOH)
(B) অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH)
(C) সালফিউরিক অ্যাসিড (H2SO4)
(D) Both A & B