রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
21. জিঙ্ক এবং কস্টিক সোডার বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় তাঁর নাম কি?
(A) জিঙ্ক হাইড্রোক্সাইড
(B) সোডিয়াম জিঙ্কেট
(C) জিঙ্ক নাইট্রেট
(D) জিঙ্ক অক্সাইড
22. ধাতব হাইড্রোজেন কার্বনেট এবং অ্যাসিডের বিক্রিয়ায় নীচের কোনটি উৎপন্ন হয়?
(A) কার্বন ডাই-অক্সাইড
(B) লবণ
(C) জল
(D) সবকটিই
23. নীচের কোনটি প্রাকৃতিক সূচক (Natural Indicator) নয়?
(A) Hydrangea
(B) Red Cabbage Leaves
(C) Petunia
(D) All
(D) All
24. নীচের কোন বক্তব্যটি অসত্য?
(A) H+ আয়ন কখনো একা থাকতে পারে না।
(B) H+ এবং জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোনিয়াম আয়ন
(C) অ্যাসিডের মধ্যে ক্যাটায়ন হিসেবে হাইড্রোজেন আয়ন থাকে
(D) উপরের সবকটিই সত্য
25. পরীক্ষাগারে অ্যাসিড এবং জলের দ্রবণ তৈরির বিক্রিয়াটি হলো?
(A) তাপগ্রাহী বিক্রিয়া (Endothermic)
(B) তাপ নির্গমন বিক্রিয়া (Exothermic)
(C) প্রশম বিক্রিয়া (Neutral)
(D) None
26. অ্যাসিডের সাথে জলের দ্রবণ তৈরি করলে কি হয়?
(A) প্রতি বর্গ একক এরিয়াতে H+ বৃদ্ধি পায়
(B) প্রতি বর্গ একক এরিয়াতে H+ কমে যায়
(C) H+ একই থাকে
(D) H+ দ্বিগুণ হয়
27. পটাশ এলামের সংকেত হলো-
(A) K2SO4, Al2SO4, 24H2O
(B) K2SO4, Al2(SO4)3, 22H2O
(C) K2SO4, Al2(SO4)3, 24H2O
(D) K2SO4, Al2(SO4)3, 21H2O
28. NaHSO4 হলো একটি-
(A) সাধারণ লবণ
(B) অ্যাসিডিক লবণ
(C) ক্ষারীয় লবণ
(D) প্রশম লবণ
29. নীচের কোনটি একটি প্রশম লবণ (Normal Salt) -এর উদাহরণ?
(A) NaCl
(B) NaHSO4
(C) NaHCO3
(D) All
30. যখন কোনো লবণের জলীয় দ্রবণে H+ বা H- পাওয়া যায় না তখন সেটি হলো একটি?
(A) শমিত লবণ বা প্রশম লবণ (Normal Salt)
(B) ক্ষারীয় লবণ (Basic Salt)
(C) দ্বিধাতব লবণ (Double Salt)
(D) মিশ্র লবণ (Mixed Salt)