রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
11. চুন জলে বেশি পরিমাণে কার্বন ডাই-অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয়?
(A) দ্রাব্য ক্যালসিয়াম বাই-কার্বনেট
(B) অদ্রাব্য ক্যালসিয়াম বাই-কার্বনেট
(C) দ্রাব্য ক্যালসিয়াম
কার্বনেট
(D) অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট
12. চুন জলে সামান্য পরিমাণে কার্বন ডাই-অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয়?
(A) দ্রাব্য ক্যালসিয়াম বাই-কার্বনেট
(B) অদ্রাব্য (ঘোলা)ক্যালসিয়াম বাই-কার্বনেট
(C) দ্রাব্য ক্যালসিয়াম
কার্বনেট
(D) অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট
13. ক্যালসিয়াম কার্বনেট নিন্মের কোনটি?
(A) চক
(B) মার্বেল
(C) লাইমস্টোন
(D) All
14. তরকারিতে লেগে থাকা কাপড় সাবান দিয়ে কাঁচার সময় ঐ অংশটি বাদামী রঙের হয়ে যায়।এর কারণ কি?
(A) কাপড়ের রঙের সাথে সাবানের বিক্রিয়া
(B) তরকারিতে থাকা হলুদ একটি প্রাকৃতিক সূচক
(C) কাপড়টি সুতির
(D) All
15. নিন্মের কোনটি ক্ষারের বৈশিষ্ট্য?
(A) এটির স্পর্শ অনুভূতি সাবানের মতো হয় (পিচ্ছিল হয়)।
(B) এর স্বাদ তেঁতো হয়
(C) ধাতুর হাইড্রো অক্সাইড যারা জলে দ্রবীভূত হয় না তারা ক্ষার নয়।
(D) উপরের সবকটিই সত্য
16. নিন্মের কোনটি সত্য?
(A) ক্ষারীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে (OH-)
(B) আম্লিক দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে (H+)
(C) আম্লিক দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয় (H3O+)
(D) All
17. অধাতব অক্সাইড হলো-
(A) ক্ষারীয় অক্সাইড
(B) উভয়ধর্মী অক্সাইড
(C) অ্যাসিডিক অক্সাইড
(D) প্রশম অক্সাইড
18. উত্তপ্ত তামা এবং HNO3 -এর বাষ্পের বিক্রিয়ায় তামা কালো বর্ণের হয়ে যায়।এর কারণ কি?
(A) কিউপ্রিক অস্কাইড উৎপন্ন হওয়ার কারণে
(B) জিঙ্ক অস্কাইড উৎপন্ন হওয়ার কারণে
(C) কপার সালফেট উৎপন্ন হওয়ার কারণে
(D) কপার ক্লোরাইড উৎপন্ন
হওয়ার কারণে
19. অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হয়?
(A) তাপগ্রাহী বিক্রিয়া
(B) প্রশম বিক্রিয়া
(C) তাপ নিষ্কাশনকারী বিক্রিয়া
(D) None
20. অ্যাসিড এবং ধাতব অক্সাইডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়।এই ধাতব অক্সাইডকে কি বলে?
(A) ক্ষারীয় অক্সাইড
(B) উভয়ধর্মী অক্সাইড
(C) অ্যাসিডিক অক্সাইড
(D) প্রশম অক্সাইড