রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

11. চুন জলে বেশি পরিমাণে কার্বন ডাই-অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয়?
(A) দ্রাব্য ক্যালসিয়াম বাই-কার্বনেট
(B) অদ্রাব্য ক্যালসিয়াম বাই-কার্বনেট
(C) দ্রাব্য ক্যালসিয়াম
কার্বনেট
(D) অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট

Ans-(A) দ্রাব্য ক্যালসিয়াম বাই-কার্বনেট

12. চুন জলে সামান্য পরিমাণে কার্বন ডাই-অক্সাইড চালনা করলে কি উৎপন্ন হয়?
(A) দ্রাব্য ক্যালসিয়াম বাই-কার্বনেট
(B) অদ্রাব্য (ঘোলা)ক্যালসিয়াম বাই-কার্বনেট
(C) দ্রাব্য ক্যালসিয়াম
কার্বনেট
(D) অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট
Ans-(B) অদ্রাব্য (ঘোলা)ক্যালসিয়াম বাই-কার্বনেট

13. ক্যালসিয়াম কার্বনেট নিন্মের কোনটি?
(A) চক
(B) মার্বেল
(C) লাইমস্টোন
(D) All
Ans-(D) All

14. তরকারিতে লেগে থাকা কাপড় সাবান দিয়ে কাঁচার সময় ঐ অংশটি বাদামী রঙের হয়ে যায়।এর কারণ কি?
(A) কাপড়ের রঙের সাথে সাবানের বিক্রিয়া
(B) তরকারিতে থাকা হলুদ একটি প্রাকৃতিক সূচক
(C) কাপড়টি সুতির
(D) All
Ans-(B) তরকারিতে থাকা হলুদ একটি প্রাকৃতিক সূচক (Natural Indicator)
(তরকারিতে হলুদ থাকার কারণে সাবানের সাথে বিক্রিয়ার ফলে ঐ অংশটি বাদামী রঙের হয়ে যায়।আর তোমরা জানো সাবান হলো একটি ক্ষার)।

15. নিন্মের কোনটি ক্ষারের বৈশিষ্ট্য?
(A) এটির স্পর্শ অনুভূতি সাবানের মতো হয় (পিচ্ছিল হয়)।
(B) এর স্বাদ তেঁতো হয়
(C) ধাতুর হাইড্রো অক্সাইড যারা জলে দ্রবীভূত হয় না তারা ক্ষার নয়।
(D) উপরের সবকটিই সত্য
Ans-(D) উপরের সবকটিই সত্য
(মাথায় রাখবে যে সমস্ত ধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয় Only তাদেরকেই ক্ষার বলা হয়)।

16. নিন্মের কোনটি সত্য?
(A) ক্ষারীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে (OH-)
(B) আম্লিক দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে (H+)
(C) আম্লিক দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয় (H3O+)
(D) All
Ans-(D) All
(মাথায় রাখবে ক্ষারীয় দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন থাকে না।তবে আম্লিক দ্রবণে হাইড্রোনিয়াম আয়ন থাকে)।

17. অধাতব অক্সাইড হলো-
(A) ক্ষারীয় অক্সাইড
(B) উভয়ধর্মী অক্সাইড
(C) অ্যাসিডিক অক্সাইড
(D) প্রশম অক্সাইড
Ans-(C) অ্যাসিডিক অক্সাইড
(মনে রাখবে ধাতব অক্সাইড ক্ষারীয় এবং উভয়ধর্মী হয়।কিন্তু অধাতব অক্সাইড অ্যাসিডিক হয়)।

18. উত্তপ্ত তামা এবং HNO3 -এর বাষ্পের বিক্রিয়ায় তামা কালো বর্ণের হয়ে যায়।এর কারণ কি?
(A) কিউপ্রিক অস্কাইড উৎপন্ন হওয়ার কারণে
(B) জিঙ্ক অস্কাইড উৎপন্ন হওয়ার কারণে
(C) কপার সালফেট উৎপন্ন হওয়ার কারণে
(D) কপার ক্লোরাইড উৎপন্ন
হওয়ার কারণে
Ans-(A) কিউপ্রিক অস্কাইড উৎপন্ন হওয়ার কারণে (CuO)
(কিউপ্রিক অস্কাইডকে কপার অক্সাইডও বলা হয়)।

19. অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াকে কি বিক্রিয়া বলা হয়?
(A) তাপগ্রাহী বিক্রিয়া
(B) প্রশম বিক্রিয়া
(C) তাপ নিষ্কাশনকারী বিক্রিয়া
(D) None
Ans-(B) প্রশম বিক্রিয়া (ট্রাইটেশন)
(এই ট্রাইটেশনের ফলে লবণ ও জল উৎপন্ন হয়)।

20. অ্যাসিড এবং ধাতব অক্সাইডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়।এই ধাতব অক্সাইডকে কি বলে?
(A) ক্ষারীয় অক্সাইড
(B) উভয়ধর্মী অক্সাইড
(C) অ্যাসিডিক অক্সাইড
(D) প্রশম অক্সাইড
Ans-(A) ক্ষারীয় অক্সাইড
(অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয় আবার অ্যাসিড এবং ধাতব অক্সাইডের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়।তাহলে এই ধাতব অক্সাইড Definitely ক্ষারীয় হবে।তাছাড়া তোমরা জানো ধাতব অক্সাইড ক্ষারীয় এবং উভয়ধর্মী হয়)।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.