গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ সম্বন্ধীয় GK প্রশ্ন
1.সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কোন অ্যাসিডের বিক্রিয়ায় সাধারণ লবন তৈরি হয়?
(A) H2SO4
(B) HCl
(C) NNO3
(D) None
2.সমুদ্রের জল থেকে সাধারণ লবন তৈরি করার জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
(A) Boiling
(B) Solidification
(C) Evaporation
(D) Vaporisation
3.ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে সাধারণ লবণের সঞ্চয়কে কি বলা হয়?
(A) রক সল্ট
(B) নিউট্রাল সল্ট
(C) সোডিয়াম সল্ট
(D) ক্লোরাইড সল্ট
4.ইলেক্ট্রোলাইসিস (Electrolysis) পদ্ধতিতে গাঢ় জলীয় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি সম্ভব। এই জলীয় দ্রবণকে কি বলা হয়?
(A) Brine
(B) Crike
(C) Hobine
(D) Troff
5.গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতির সময় কোন গ্যাস উৎপন্ন হয়?
(A) Cl2
(B) H2
(C) Both A & B
(D) None
6.গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রস্তুতির সময় ক্যাথোডে কি উৎপন্ন হয়?
(A) Cl2
(B) H2
(C) Both A & B
(D) None
7.PVC পদ্ধতিতে নিন্মের কোনটি ব্যবহৃত হয়?
(A) NaOH
(B) NaCl
(C) HCl
(D) Cl2
8.ড্রাই ক্লিনিং পদ্ধতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
(A) ট্রাই ক্লোরো মিথেন
(B) ব্রমো মিথেন
(C) ডাই ক্লোরো মিথেন
(D) None
9.তেল থেকে ভেজিটেবল ঘি প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
অথবা :- হাইড্রোজেনেশন পদ্ধতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
(A) F
(B) H2
(C) N2
(D) Cl2
10.প্লাস্টার অফ প্যারিস এবং জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
(A) অজলীয় ক্যালসিয়াম সালফেট
(B) জিপসাম
(C) বার্ন্ট প্লাস্টার
(D) None