ভারতের রাজ্যগুলির বৃহত্তম শহর

11.হরিয়ানার বৃহত্তম শহরের নাম কি?
(A) জামশেদপুর
(B) দিসপুর
(C) ফরিদাবাদ
(D) নয়ডা

Ans- (C) ফরিদাবাদ

12.হিমাচলপ্রদেশ রাজ্যের বৃহত্তম শহরের নাম কি?
(A) জামশেদপুর
(B) দিসপুর
(C) রাঁচি

Ans- (D) শিমলা
(শিমলা হলো হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী)।

13.ঝাড়খণ্ডের বৃহত্তম শহরের নাম কি?
(A) জামশেদপুর
(B) দিসপুর
(C) রাঁচি
(D) ধর্মশালা

Ans- (A) জামশেদপুর

14.কর্ণাটক রাজ্যের বৃহত্তম শহরের নাম কি?
(A) তিরুবনন্তপুরম
(B) কোচি
(C) বেঙ্গালুরু
(D) ইন্দোর

Ans- (C) বেঙ্গালুরু
(এই বেঙ্গালুরু হলোকর্ণাটকের রাজধানী)।

15.কেরল রাজ্যের বৃহত্তম শহরের নাম কি?
(A) তিরুবনন্তপুরম
(B) কোচি
(C) ডিমাপুর
(D) ইন্দোর

Ans- (B) কোচি

16.মহারাষ্ট্রের বৃহত্তম শহরের নাম কি?
(A) দাদর
(B) মুম্বাই
(C) রাজ বল্লভপুর
(D) সবরমতী

Ans- (B) মুম্বাই
( বাণিজ্য নগরী মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানী)।

17.মণিপুরের বৃহত্তম শহরের নাম কি?
(A) আইজল
(B) কোহিমা
(C) ইম্ফল
(D) ডিমাপুর

Ans- (C) ইম্ফল
(ইম্ফল আবার মণিপুরের রাজধানী)।

18.নাগাল্যান্ড রাজ্য টির বৃহত্তম শহরের নাম কি?
(A) আইজল
(B) কোহিমা
(C) ভাস্কো দা গামা
(D) ডিমাপুর

Ans- (D) ডিমাপুর

19.ওড়িশার বৃহত্তম শহরের নাম কি
(A) ভুবনেশ্বর
(B) কটক
(C) অঙ্গুল
(D) আগরতলা

Ans- (A) ভুবনেশ্বর
(একটা কথা মাথায় রাখবে ভুবেনশ্বর কিন্তু একই সাথে উড়িষ্যার রাজধানী)।

20.পাঞ্জাবের বৃহত্তম শহরের নাম কি?
(A) চন্ডীগড়
(B) অমৃতসর
(C) লুধিয়ানা
(D) অমরকোট

Ans- (C) লুধিয়ানা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.