Top 200 Basic GK in Bengali

61. আধুনিক পর্যায় সারণির বা দিকে অবস্থিত একমাত্র অধাতু কোনটি?
A. হিলিয়াম
B. নিয়ন
C. কার্বন
D. হাইড্রোজেন

Ans-D. হাইড্রোজেন  

62. নিম্নলিখিত উদাহরণ গুলির মধ্যে কোন নিউটনের তৃতীয় গতি শক্তির উদাহরণ ?
A. রকেটের উৎক্ষেপণ
B. বাস চলতে চলতে থেমে গেলে যাত্রীদের সামনের দিকে ঝুকে যাওয়া
C. বল প্রয়োগের পর কোন বস্তুর স্থান পরিবর্তন হওয়া
D. কোনটিই নয়
Ans-A. রকেটের উৎক্ষেপণ

63. জল যুক্ত কোপার সালফেটের রাসায়নিক সূত্র কোনটি?
A. CuSo4, 5H2O
B. CuSo4, 7H2O
C. CuSo4
D. CuSo4, 2H2O
Ans-C. CuSo4

64. আধুনিক পর্যায় সারণীতে কতগুলি ধাতুকল্প (metalloid ) আছে?
A. ৪ টি
B. ৬ টি
C. ৫ টি
D. ৭ টি
Ans-D. ৭ টি

65. যদি বল P এবং ত্বরণ a হয় তাহলে কোন বস্তুর ভর (m) হবে?
A. p/a
B. p.a
C. a/p
D. m/a
Ans-A. p/a

66. বায়ুতে শব্দের প্রকৃতি হয়?
A. অনুভূমিক
B. অনুপ্রস্থ
C. অনুদৈর্ঘ্য
D. উলম্ব
Ans-C. অনুদৈর্ঘ্য

67. জলীয় অনু দ্বারা বিকর্ষিত পদার্থকে বলা হয়-
A. বিকৃত এলকোহল
B. মিসেলস
C. হাইড্রোফোবিক
D. হাইড্রোফিলিক
Ans-C. হাইড্রোফোবিক

68. নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক?
A. khm
B. kwh
C. whm
D. KW
Ans-B. kwh

69. আধুনিক পর্যায় সারণীর প্রথম ও দ্বিতীয় সারিকে বলা হয়?
A. B ব্লক
B. S ব্লক
C. O ব্লক
D. P ব্লক
Ans-B. S ব্লক

70. কে বলেছেন জীবনের উৎপত্তি সরল অজৈব অনু থেকে?
A. মোরে
B. ডারউইন
C. হালডেন
D. মেন্ডেল
Ans-C. হালডেন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.