Top 200 Basic GK in Bengali
61. আধুনিক পর্যায় সারণির বা দিকে অবস্থিত একমাত্র অধাতু কোনটি?
A. হিলিয়াম
B. নিয়ন
C. কার্বন
D. হাইড্রোজেন
62. নিম্নলিখিত উদাহরণ গুলির মধ্যে কোন নিউটনের তৃতীয় গতি শক্তির উদাহরণ ?
A. রকেটের উৎক্ষেপণ
B. বাস চলতে চলতে থেমে গেলে যাত্রীদের সামনের দিকে ঝুকে যাওয়া
C. বল প্রয়োগের পর কোন বস্তুর স্থান পরিবর্তন হওয়া
D. কোনটিই নয়
63. জল যুক্ত কোপার সালফেটের রাসায়নিক সূত্র কোনটি?
A. CuSo4, 5H2O
B. CuSo4, 7H2O
C. CuSo4
D. CuSo4, 2H2O
64. আধুনিক পর্যায় সারণীতে কতগুলি ধাতুকল্প (metalloid ) আছে?
A. ৪ টি
B. ৬ টি
C. ৫ টি
D. ৭ টি
65. যদি বল P এবং ত্বরণ a হয় তাহলে কোন বস্তুর ভর (m) হবে?
A. p/a
B. p.a
C. a/p
D. m/a
66. বায়ুতে শব্দের প্রকৃতি হয়?
A. অনুভূমিক
B. অনুপ্রস্থ
C. অনুদৈর্ঘ্য
D. উলম্ব
67. জলীয় অনু দ্বারা বিকর্ষিত পদার্থকে বলা হয়-
A. বিকৃত এলকোহল
B. মিসেলস
C. হাইড্রোফোবিক
D. হাইড্রোফিলিক
68. নিম্নলিখিত কোনটি বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক?
A. khm
B. kwh
C. whm
D. KW
69. আধুনিক পর্যায় সারণীর প্রথম ও দ্বিতীয় সারিকে বলা হয়?
A. B ব্লক
B. S ব্লক
C. O ব্লক
D. P ব্লক
70. কে বলেছেন জীবনের উৎপত্তি সরল অজৈব অনু থেকে?
A. মোরে
B. ডারউইন
C. হালডেন
D. মেন্ডেল