Top 200 Basic GK in Bengali
41.ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত-
(A) বেলেপাথর, চুনাপাথর ও শেল দ্বারা
(B) গ্রানাইট, চুনাপাথর ও ডোলোমাইট দ্বারা
(C) আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতির দ্বারা
(D) গোন্ডয়ানা কয়লা, বেলেপাথর ও চুনাপাথর দ্বারা
42.”অভিনব ভারত”-নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্টিত হয়েছিল-
(A) ক্ষুদিরাম বোস দ্বারা
(B) ভি ডি সভারকর দ্বারা
(C) প্রফুল্ল চাকী দ্বারা
(D) ভগৎ সিং দ্বারা
43.জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কোলকাতার যোগাযোগ স্থাপন করেছে-
(A) জাতীয় সড়ক -35
(B) জাতীয় সড়ক -02
(C) জাতীয় সড়ক -06
(D) জাতীয় সড়ক -32
44.গদর দলের নেতা কে ছিলেন ?
(A) বিজয় কৃষ্ণ
(B) বি জে তিলক
(C) লালা হরদয়াল
(D) বিপিন পাল
45.Computer প্রোগ্রামের ত্রুটিকে (Fault) বলা হয়-
(A) স্প্যাম্প
(B) ফোলিস
(C) ভাইরাস
(D) বাগস্
46.সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল-
(A) ফরওয়ার্ড ব্লক
(B) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ
(C) নবভারত
(D) নেহেরু রিপোর্ট
47.ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণি অবস্থিত?
(A) লুসাই
(B) তিতলি
(C) নকরেক
(D) অনাইমালাই
48.কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ আছে?
(A) আনন্দমঠ
(B) নীলদর্পন
(C) নীলদর্শন
(D) 76 এর মন্বন্তর-এ
49.পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) দিসপুর
(B) খড়গপুর
(C) দৌলতাবাদ
(D) কলকাতা
50.বাল গঙ্গাধর তিলক 1916 সালে কোথায় হোমরুল লীগ প্রতিষ্ঠিত করেন ?
(A) বোম্বাই
(B) গুজরাত
(C) পুনে
(D) ফররিদাবাদে