Top 200 Basic GK in Bengali

41.ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত-
(A) বেলেপাথর, চুনাপাথর ও শেল দ্বারা
(B) গ্রানাইট, চুনাপাথর ও ডোলোমাইট দ্বারা
(C) আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতির দ্বারা
(D) গোন্ডয়ানা কয়লা, বেলেপাথর ও চুনাপাথর দ্বারা

Ans- (C) আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতির দ্বারা।

42.”অভিনব ভারত”-নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্টিত হয়েছিল-
(A) ক্ষুদিরাম বোস দ্বারা
(B) ভি ডি সভারকর দ্বারা
(C) প্রফুল্ল চাকী দ্বারা
(D) ভগৎ সিং দ্বারা
Ans- (B) ভি ডি সভারকর দ্বারা ( 1902 সালে তিনি এই সভা প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্রে। তার জীবনীকাল হল (1883-1966)। পুনেতে 82 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন)।

43.জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কোলকাতার যোগাযোগ স্থাপন করেছে-
(A) জাতীয় সড়ক -35
(B) জাতীয় সড়ক -02
(C) জাতীয় সড়ক -06
(D) জাতীয় সড়ক -32
Ans- (A) জাতীয় সড়ক NH-35

44.গদর দলের নেতা কে ছিলেন ?
(A) বিজয় কৃষ্ণ
(B) বি জে তিলক
(C) লালা হরদয়াল
(D) বিপিন পাল
Ans- (C) লালা হরদয়াল (1913 সালে আমেরিকার সানফ্রানসিসকো শহরে এই দলের প্রতিষ্ঠা হয়। ‘গদর’- শব্দের অর্থ হল বিপ্লব)।

45.Computer প্রোগ্রামের ত্রুটিকে (Fault) বলা হয়-
(A) স্প্যাম্প
(B) ফোলিস
(C) ভাইরাস
(D) বাগস্
Ans- (D) বাগস্

46.সুভাষ চন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল-
(A) ফরওয়ার্ড ব্লক
(B) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ
(C) নবভারত
(D) নেহেরু রিপোর্ট
Ans- (A) ফরওয়ার্ড ব্লক( 3 রা মে 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করার কথা বলেন এবং 22 শে জুন 1939 সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। এই দলে 17 জন মহিলাও ছিল এবং এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1940 সালের 20 -22 শে জুন নাগপুরে। এর প্রথম সভাপতি ছিল নেতাজি সুভাষ চন্দ্র বোস এবং সহ সভাপতি ছিলেন সর্দার শার্দূল সিংহ এবং জেনারেল সেক্রেটারি ছিলেন H.V. kamath)।

47.ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণি অবস্থিত?
(A) লুসাই
(B) তিতলি
(C) নকরেক
(D) অনাইমালাই
Ans- (A) লুসাই পর্বতশ্রেণি অবস্থিত।

48.কোন গ্রন্থে নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ আছে?
(A) আনন্দমঠ
(B) নীলদর্পন
(C) নীলদর্শন
(D) 76 এর মন্বন্তর-এ
Ans-(B) নীলদর্পন গ্রন্থে (এটি একটি নাটক। এই নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র 1859-60 সালে)।

49.পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(A) দিসপুর
(B) খড়গপুর
(C) দৌলতাবাদ
(D) কলকাতা
Ans-(D) কলকাতা

50.বাল গঙ্গাধর তিলক 1916 সালে কোথায় হোমরুল লীগ প্রতিষ্ঠিত করেন ?
(A) বোম্বাই
(B) গুজরাত
(C) পুনে
(D) ফররিদাবাদে
Ans- (C) পুনেতে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.