Top 200 Basic GK in Bengali

31.প্রথম কোন ভারতীয় মহাকাশে যান?
A. রাকেশ শর্মা
B.সুনিতা উইলিয়ামস
C.সুনিতা সেহগাল
D.কল্পনা চাওলা

Ans-A. রাকেশ শর্মা

32.ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি?
A.লর্ড ডালহৌসি
B.লর্ড ক্যানিং
C.লর্ড ওয়েলেসলি
D.ওয়ারেন হেস্টিংস
Ans-B.লর্ড ক্যানিং

33.প্রথম কে ভারতে সংবাদ পত্র চালু করেন?
A.জেমস হিকি
B.লর্ড এলিনব্র্র
C.লর্ড লিটন
D.রাজা রাম মোহন রয়
Ans-A.জেমস হিকি

34.প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান?
A.আচার্য জগদীশ চন্দ্র বসু
B.সি ভি রমন
C.Mother Teresa
D.রবীন্দ্র নাথ ঠাকুর
Ans-D.রবীন্দ্র নাথ ঠাকুর

35.প্রথম “Miss World” হয়েছিলেন কোন মহিলা?
A.সুস্মিতা সেন
B.রিতা ফারিয়া
C.দিয়ানা হেইডেন
D.যুক্তা মুখেই
Ans-B.রিতা ফারিয়া

36.সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি?
A.সরোজিনী নাইডু
B.মিসেস মীরা সাহিব ফাতিমা বিবি
C.সুজাতা মনোহর
D.লীলা শেঠ
Ans-B.মিসেস মীরা সাহিব ফাতিমা বিবি

37.প্রথম ভারতীয় নেভি চিফ কে ছিলেন?
A.S.মুখার্জী
B.ভাইস এড্মিরাল R.D কাটারি
C.জেনারেল মহারাজ রাজেন্দ্র সিংহ
D.S.P সিনহা
Ans-B.ভাইস এড্মিরাল R.D কাটারি

38.আফগানিস্তানের রাজধানীর নাম কি?
A.করাচী
B.কাবুল
C.বাগদাদ
D.তেহরান
Ans-B.কাবুল

39.চীনের মুদ্রার নাম কি?
A.টাকা
B.ইয়েন
C.ইউয়ান
D.রিয়েল
Ans-C.ইউয়ান

40.“The Crucible” বইটির লেখক কে?
A.আর্থার মিলার
B.এনি ফ্রাঙ্ক
C.নরমান মাইলের
D.অনিতা নায়ার
Ans-A.আর্থার মিলার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.