Top 200 Basic GK in Bengali
21.কৃত্তিম রেশম কিসের থেকে তৈরি হয়?
A. কাঠ
B. উল
C. কৃত্তিম ফাইবার
D. ফ্লোয়েম ফাইবার
22.ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
A.ডক্টর রাজেন্দ্র প্রসাদ
B. পন্ডিত জওহরলাল নেহেরু
C. সর্বপল্লী রাধাকৃষ্ণন
D. সর্দার বল্লভ ভাই পটেল
23.ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
A.ডক্টর রাজেন্দ্র প্রসাদ
B. পন্ডিত জওহরলাল নেহেরু
C. সর্বপল্লী রাধাকৃষ্ণন
D. সর্দার বল্লভ ভাই পটেল
24.কে প্রথম মাউন্ট এভারেস্টে পদার্পন করেন?
A. এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে
B. রবার্ট পেরু
C. রবার্ট ওয়ালপোল
D. বাচেন্দ্রি পাল
25.মানবদেহে কতগুলি ক্রোমোসোম থাকে?
A. 12 টি
B. 24 টি
C. 36 টি
D. 46 টি
26.ধানের বৈজ্ঞানিক নাম কি?
A.Tritium vulgar
B. Solanum nigrum
C. Eleusine coracana
D. Oryza sativa
27.আমেরিকার প্রথম রাষ্ট্রপতির নাম কি?
A. জর্জ ফার্নান্ডেজ
B. জর্জ ওয়াশিংটন
C. জর্জ ডব্লিউ বুশ
D. রিচার্ড নিক্সন
28.নিম্ন লিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস?
A. অক্সিজেন
B. কার্বন ডাই অক্সাইড
C. ওজন গ্যাস
D. নাইট্রোজেন গ্যাস
29.কোন দেশ প্রথম ফুটবল বিশ্বকাপ জয় করে?
A. ব্রাজিল
B. পর্তুগাল
C. স্পেন
D. উরুগুয়ে
30.প্রথম চাঁদের মাটিতে পা রাখেন কে?
A. মার্ক পোলো
B. এডমান্ড হিলারি
C. তেনজিং নোরগে
D. নীল আর্মস্ট্রং