Top 200 Basic GK in Bengali

201.”ইন্ডিকা” গ্রন্থের প্রণেতা কে?
(A) ফা-ইয়েন
(B) ইউয়েন সাং
(C) হিরোডটাস
(D) মেগাস্থিনিস

Ans- (D) মেগাস্থিনিস( প্রাচীন গ্রীসের পর্যটক ও ভূগোলবিদ মেগাস্থিনিস (350 খ্রি:পূ:- 290 খ্রি:পূ:) রচিত একটি গ্রন্থ “ইন্ডিকা”।এশিয়া মাইনরে জন্ম গ্রহণকারী মেগাস্থিনিস সিরিয়ার রাজা প্রথম সেলুকাসের রাজকীয় দূত হিসাবে চন্দ্র গুপ্ত মৌর্যের ( স্যান্ড্রাকোটাস) রাজদরবারের দায়িত্ব পালনের জন্য Pentapotamia দিয়ে ভারতে প্রবেশ করেন এবং চন্দ্র গুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্রে উপস্থিত হন এবং এখানেই তিনি এই গ্রন্থটি রচনা করেন। তার এই গ্রন্থটি ” ভারত কোষ” নামেও পরিচিত) উল্লেখ্য তার এই গ্রন্থটি 1486 সালে জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক E. A. শোহানবেক প্রকাশিত করেন)।

202.মুদ্রাস্ফীতি জনিত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে কি নির্দেশ দেয়?
(A) স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও(SLR) কমানো
(B) ক্যাশ রিজার্ভ রেশিও(CRR) বৃদ্ধি
(C) মূলধনের বাজার থেকে বন্ড কেনা
(D) ঋণের উপর সুদের হার কমানো

Ans- B) ক্যাশ রিজার্ভ রেশিও(CRR) বৃদ্ধি।

203.নিন্মলিখিত সম্প্রদায় গুলির মধ্যে করা “ইলবার্ট বিলের” তীব্র বিরোধিতা করেছিলো?
(A) মুসলিমরা
(B) হিন্দুরা
(C) ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়
(D) উপরের সকলেই

Ans- (C) ইঙ্গ-ভারতীয় সম্প্রদায় (ইলবার্ট বিল তৈরি করা হয় 1873 সালে। এই সময় ফৌজদারি আইন অনুযায়ী ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা ভারতীয় আইনজীবীদের ছিল না। পরবর্তীকালে 1883 সালে এই আইন তুলে সকলের জন্য সমান বিচার অর্থাৎ ইলবার্ট বিল বিরোধী আইন পাশ করা হয়।
যার ফলে ভারতীয় বিচারপতিরাও ইউরোপীয়দের বিচার করতে পারবে আর তখনই ইউরোপীয়রা এই বিলের বিরোধীতা করতে থাকে।যদিও এই বিল তৈরি করেছিলেন ইউরোপীয়রাই)।

204.প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল-
(A) ইন্ডিয়ান রিভিউ
(B) ফ্রী প্রেস অফ ইন্ডিয়া
(C) হিন্দুস্তান রিভিউ
(D) অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া

Ans- (B) ফ্রী প্রেস অফ ইন্ডিয়া (এটি স্থাপিত হয় 1920 সালে। স্থাপনা করেন স্বামীনাথন সদানন্দ)।

205.কোনো একটি সংখ্যার 78% এবং 59% – এর মধ্যে পার্থক্য 323। ঐ সংখ্যার 62% কত?
(A) 1054
(B) 1045
(C) 1154
(D) 1145

Ans- (A) 1054

206.ভুল বিবৃতিটি চিহ্নিত করো: ভারতের আর্থিক কাঠামো সংস্কারের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়–
(A) আমদানি নিয়ন্ত্রণ বাড়ানো
(B) আমদানি ক্ষেত্রে উদারীকরণ
(C) দেশীয় বাজার বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া
(D) বৈদেশিক মুদ্রা বিনিময় হারে অবমূল্যায়ন

Ans- C) দেশীয় বাজার বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া

207.মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি সৌধ কোথায়?
(A) আগ্রা
(B) দিল্লি
(C) শ্রীনগর
(D) লাহোর

Ans- (D) লাহোরে ( 1627 খ্রিস্টাব্দের 28 শে অক্টোবর জাহাঙ্গীররের মৃত্যু হয় ভীমবার নামক স্থানে। লাহোরে তাকে কবর দেওয়া হয়।(1605-1627)।

208.প্রভূত পরিমাণ কালো টাকা এই অবস্থা সৃষ্টি করে–
(A) আয় বৈষম্য বৃদ্ধি
(B) সকলের জন্য উচ্চতর জীবন ধারণের মান
(C) উৎপাদনের মান হ্রাস
(D) B এবং C উভয়ই

Ans- (A) আয় বৈষম্য বৃদ্ধি

209.দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে করে ছিলেন?
(A) ইলতুৎমিস
(B) মহম্মদ ঘুরি
(C) কুতুবউদ্দিন আইবক
(D) আলাউদ্দিন খলজি

Ans- (C) কুতুবউদ্দিন আইবক (1206 খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সুলতানি সাম্রাজ্যের শুভ সূচনা করেন কুতুবউদ্দিন আইবক (1206-1210)।

210.প্রদত্তগুলির মধ্যে কোনটি লিবারেলদের মুখপত্র ছিল?
(A) লিডার
(B) নিউ ইন্ডিয়া
(C) ইয়ং ইন্ডিয়া
(D) ফ্রি প্রেস জার্নাল

Ans- (A) লিডার

আরো পড়ুন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.