Top 200 Basic GK in Bengali
201.”ইন্ডিকা” গ্রন্থের প্রণেতা কে?
(A) ফা-ইয়েন
(B) ইউয়েন সাং
(C) হিরোডটাস
(D) মেগাস্থিনিস
202.মুদ্রাস্ফীতি জনিত মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে কি নির্দেশ দেয়?
(A) স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও(SLR) কমানো
(B) ক্যাশ রিজার্ভ রেশিও(CRR) বৃদ্ধি
(C) মূলধনের বাজার থেকে বন্ড কেনা
(D) ঋণের উপর সুদের হার কমানো
203.নিন্মলিখিত সম্প্রদায় গুলির মধ্যে করা “ইলবার্ট বিলের” তীব্র বিরোধিতা করেছিলো?
(A) মুসলিমরা
(B) হিন্দুরা
(C) ইঙ্গ-ভারতীয় সম্প্রদায়
(D) উপরের সকলেই
204.প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল-
(A) ইন্ডিয়ান রিভিউ
(B) ফ্রী প্রেস অফ ইন্ডিয়া
(C) হিন্দুস্তান রিভিউ
(D) অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া
205.কোনো একটি সংখ্যার 78% এবং 59% – এর মধ্যে পার্থক্য 323। ঐ সংখ্যার 62% কত?
(A) 1054
(B) 1045
(C) 1154
(D) 1145
206.ভুল বিবৃতিটি চিহ্নিত করো: ভারতের আর্থিক কাঠামো সংস্কারের জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়–
(A) আমদানি নিয়ন্ত্রণ বাড়ানো
(B) আমদানি ক্ষেত্রে উদারীকরণ
(C) দেশীয় বাজার বৈদেশিক বাণিজ্যের জন্য খুলে দেওয়া
(D) বৈদেশিক মুদ্রা বিনিময় হারে অবমূল্যায়ন
207.মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি সৌধ কোথায়?
(A) আগ্রা
(B) দিল্লি
(C) শ্রীনগর
(D) লাহোর
208.প্রভূত পরিমাণ কালো টাকা এই অবস্থা সৃষ্টি করে–
(A) আয় বৈষম্য বৃদ্ধি
(B) সকলের জন্য উচ্চতর জীবন ধারণের মান
(C) উৎপাদনের মান হ্রাস
(D) B এবং C উভয়ই
209.দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠা কে করে ছিলেন?
(A) ইলতুৎমিস
(B) মহম্মদ ঘুরি
(C) কুতুবউদ্দিন আইবক
(D) আলাউদ্দিন খলজি
210.প্রদত্তগুলির মধ্যে কোনটি লিবারেলদের মুখপত্র ছিল?
(A) লিডার
(B) নিউ ইন্ডিয়া
(C) ইয়ং ইন্ডিয়া
(D) ফ্রি প্রেস জার্নাল
আরো পড়ুন